TRENDING:

#Coronavirus: সারা দেশে ৪২ টি হটস্পট, বাংলায় রয়েছে মারণ ভাইরাসের দু'টি হটস্পট

Last Updated:

মারণ রোগের থাবা বসেছে জায়গায় জায়গায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনায় হটস্পট রাজ্যের দুই জেলা। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনটাই খবর। সূত্রের দাবি, দেশের ৪২টি জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্যমন্ত্রক। এরমধ্যে দুটি এ রাজ্যে। করোনা আক্রান্তের সংখ্যা কুড়ি ছাড়ালেই সেই জায়গাটি হটস্পট।
advertisement

সামনের সপ্তাহে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ৷ আপাতত দেশে ১৪ তারিখ অবধি লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ সরকারের পক্ষ থেকে জানা গেছে করোনা ভাইরাস অতিমারি সামনে তীব্র গতিতে বাড়তির দিকে থাকবে৷ এই নিয়ে সর্বোচ্চ স্তরে আলোচনা হয়ে গেছে ৷ তবে এই গতি হঠাৎ বাড়ার অন্যতম কারণ দিল্লিতে তবলিগ ই জামাতের জমায়েত ৷

advertisement

বর্তমানে যে গতিতে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ সেক্ষেত্রের সঙ্গে পাল্লা দিয়ে মেডিক্যাল ইকুয়িপমেন্ট ও স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো এই লকডাউন পিরিয়ডে তৈরি রাখার চেষ্টা করা হচ্ছে ৷

কী গতিতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে সেটা বুঝতে তিনটি মাপকাঠিতে নজর রাখা হচ্ছে ৷ সাসিপ্টিবেল ইনফেকশাস রিকভারড মডেলে পাওয়া যাচ্ছে তা মেনে বিদেশের তথ্যের ওপর ভিত্তি করে গ্রোথ রেট পাওয়া যাচ্ছে ৷ এই পরিসংখ্যান বিশেষ কমিটি যা করোনা ভাইরাস অতিমারির সঙ্গে লড়াই করছে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এদের রিসার্চের ভিত্তিতে মহারাষ্ট্র আর দিল্লি এই দুটি জায়গা প্রথম কোভিড ১৯ থেকে সেরে ওঠার পথে এগিয়ে যাবে ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus: সারা দেশে ৪২ টি হটস্পট, বাংলায় রয়েছে মারণ ভাইরাসের দু'টি হটস্পট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল