দিল্লিতে পিৎজা ডেলিভারি বয়ের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায়
চরম আতঙ্ক তৈরি হয়েছিল এবারও তাই হল ৷ এবার এই আবাসনে করোনা
ছড়িয়েছে পরিচারিকার থেকে ৷ দিল্লির পিতমপুরের একটি বাড়িতে ভয়ঙ্করভাবে করোনার সংক্রমণের ঘটনায় শিউড়ে উঠছেন সকলেই ৷ তাঁদের বাড়িতে আসা পরিচারিকার শরীর থেকে পুরো পরিবার করোনা সংক্রমিত হয়ে পড়েন ৷ করোনার প্রথম সংক্রমণ দেখা যায় গত মাসের ২৪ তারিখ৷ ডিএম জানিয়েছেন ২৪ তারিখের প্রথম ঘটনার পরেই গোটা এলাকা সিল করে দেওয়া হয় ৷ ঘরের পরিচারিকার সূত্র ধরে প্রথমে একজন বাচ্চা
advertisement
পরে গোটা পরিবার সংক্রমিত হয়ে পড়ে ৷
Location :
First Published :
June 05, 2020 3:37 PM IST