TRENDING:

Howrah: ঘরে বসেই পেলেন ভ্যাকসিন, টিকার হাহাকার আর প্রতারণায় ক্ষুব্ধ শতায়ু সনাতন

Last Updated:

হাওড়া (Howrah) পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাম আমলের প্রাক্তন পুরপিতা তথা ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মী সনৎ বাবু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বয়স 'মাত্র' ১০০ বছর৷ বাড়িতে বসেই করোনার ভ্যাকসিন নিলেন সনৎ কুমার চট্টোপাধ্যায়৷ কিন্তু নিজে ঘরে বসে ভ্যাকসিন পেলেও টিকা নিয়ে হাহাকার ও প্রতারণার খবরে বেজায় ক্ষুব্ধ শতায়ু এই 'যুবক'৷
advertisement

হাওড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাম আমলের প্রাক্তন পুরপিতা তথা ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মী সনৎ বাবু ৷ তিন ভাই ছিলেন সনৎ বাবুরা, সনৎ বাবুর দাদা ৯২ বছর বয়সেই মারা যান৷ প্রয়াত হয়েছেন ছোট ভাইও৷ বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা সনৎবাবুকে দেখলে বোঝা যায়৷

তিনি লড়েছেন স্বাধীনতা সংগ্রামের লড়াই , লড়াই করেছেন রাজনৈতিক ময়দানেও৷ দেখেছেন জরুরি অবস্থা৷ কিন্তু জীবদ্বশায় এই করোনা মতো রোগের প্রাদুর্ভাব ও সেই কারণে এই বিশ্বজুড়ে লকডাউন দেখবেন তা কোনও দিনই ভাবেননি৷

advertisement

সনৎ বাবুর কথায়, 'ভ্যাকসিন তো ছোটবেলায় বাবা মার হাত ধরে নিয়েছিলাম একবার৷ আবার জীবদ্বশায় ভ্যাকসিন নিতে হবে তা চিন্তাও করতে পারিনি৷'  এখনও সনৎ বাবু নিয়মিত খবরের কাগজ পড়া থেকে হেঁটে চলে  বেড়ানো সবই করেন অবলীলায়৷ রোগ বলতে বছর কয়েক আগে হৃদযন্ত্রে বসেছে পেসমেকার৷ তবে এখনও নিয়ম করে কোনও ওষুধ খেতে হয় না৷ ঠিক করেছিলেন ভ্যাকসিন নেবেন না৷ কিন্তু সমাজকে করোনা মুক্ত করতেই তার এই পদক্ষেপ৷  আর তার এই ইচ্ছায় পাশে দাঁড়ালো হাওড়া পুরসভা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

সরকারের দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে হাওড়া পুরসভার স্বাস্থ্য কর্মীরা সোমবার সকালে হাওড়া সনাতন মিস্ত্রি লেনের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিয়ে এলেন | ভ্যাকসিন নিয়ে যেমন খুশি সনৎ বাবু ঠিক একই একই রকম ভাবে খুশি স্বাস্থ্য কর্মী দেবযানী দেবীও | কর্মজীবনে শিশু থেকে বৃদ্ধ সবাইকে ইঞ্জেকশন দিয়েছেন কিন্তু একেবারে শতায়ু কোনও ব্যক্তিকে এই প্রথম টিকা দিলেন তিনি৷ দেবযানী দেবীর কথায়, 'ওনাকে বৃদ্ধ বলব না যুবক বলব বুঝতে পারছি না৷ এমন মানুষের সংস্পর্শে আসতে পেরে আমি সত্যিই গর্বিত৷'

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Howrah: ঘরে বসেই পেলেন ভ্যাকসিন, টিকার হাহাকার আর প্রতারণায় ক্ষুব্ধ শতায়ু সনাতন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল