বাড়ছে উদ্বেগ! গতকাল ধারাভিতে মেলে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ। পেশায় সাফাই কর্মী ওই ব্যক্তি ওরলির বাসিন্দা । করোনা আক্রান্ত বছর বাহান্নর ওই ব্যক্তিকে সম্প্রতি ধারাভি বস্তিতে সাফাইয়ের কাজে নিয়োগ করা হয়েছিল। বিএমসি-র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারই ওই ব্যক্তির করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এরপর, ২৪ ঘণ্টার মধ্যেই ধারাভিতে তৃতীয় করোনা আক্রান্তের হদিশ মেলাতে স্বাভাবিকভাবেই চিন্তায় প্রশাসন।
advertisement
বুধবার ধারাভিতে ১ করোনা আক্রান্তের মৃত্যু হয়। মৃতের পরিবারের ৭ জন কোয়ারান্টিনে রয়েছে। ফের এক ব্যক্তি সংক্রামিত হওয়ায় প্রশাসনের উদ্বেগ বেড়ে গিয়েছে কয়েক গুণ। ধারাভির ৩০০ ফ্ল্যাট, ৯০ দোকান সিল করা হয়েছে।
এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভি। বসবাস করেন প্রায় ১০ লক্ষ মানুষ। সেখানে একবার সংক্রমণ ছড়ালে তার পরিনাম যে কী ভয়ঙ্কর হতে পারে, তা ভেবেই আঁৎকে উঠছে প্রশাসন থেকে সাধারণ মনুষজন।