অন্য দিকে খাদ্যসাথীর জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছে ২৭ লক্ষ ৮৭ হাজার ৬০৭ জন। কাস্ট সার্টিফিকেটের জন্য ক্যাম্পে এসেছেন ২৭ লক্ষ ৮৬ হাজার ৮৯৪ জন। শিক্ষাশ্রীর জন্য দুয়ারে সরকারের ক্যাম্প এসেছেন ১২ হাজার ৬৩৫ জন। তপশিলি বন্ধুর জন্য এসেছেন ৪৮ হাজার ১৬৩ জন। জয় জোহরের জন্য এসেছেন ৩৫ হাজার ৬৬২ জন।
advertisement
আরও পড়ুন-ভবানীপুরে প্রিয়াঙ্কার প্রচারে দফায় দফায় নাটক, পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজেপি প্রার্থী
কন্যাশ্রীর জন্য এসেছেন ৩০ হাজার ২৩২জন, রুপশ্রীর জন্য এসেছেন ১৪ হাজার ৯১৫ জন। মানবিক প্রকল্পের জন্য এসেছেন ৮৩ হাজার ৯৯৫ জন। কৃষক বন্ধুর জন্য এসেছেন ১২ লক্ষ ৮০ হাজার ৫৭২ জন।
১০০ দিনের কাজের জন্য এসেছেন ৩ লক্ষ ৯৯ হাজার ২২৭ জন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য এসেছেন ১ লক্ষ ৮০২১ জন, ঐক্যশ্রী জন্য এসেছেন ১ লক্ষ ৮৪ হাজার ৪১২ জন, ব্যাঙ্ক সংক্রান্ত কাজের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে এসেছিলেন ২ লক্ষ ৩৩ হাজার ৯৮৪ জন। আধার সংক্রান্ত কাজের জন্য এসেছিলেন ২ লক্ষ ৫৭ হাজার ৫৩৮ জন। মিউটেশন সংক্রান্ত কাজের জন্য এসেছিলেন ৪ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা-এই প্রকল্পের জন্য এসেছিলেন ২৪ লক্ষ ৩২ হাজার ৯৫৭ জন ও অন্যান্য সুবিধার জন্য এসেছিলেন ১৭ লক্ষ ৪৮ হাজার ৯৭২ জন।
গত ১৬ আগস্ট থেকে দুয়ারে সরকার (Duare Sarkar) শুরু করে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ইতিমধ্যেই ১৫ হাজার কোটি টাকা খরচ হতে পারে তা নিয়েই এগোচ্ছে রাজ্য। যদিও উপভোক্তা সংখ্যা ২ কোটি হবে সেই হিসাব ধরেই এগোচ্ছিল রাজ্য। কিন্তু পরিসংখ্যানের নিরিখে উপভোক্তা সংখ্যা ২ কোটি পৌঁছাবে না বলে নিশ্চিত নবান্ন। অন্য দিকে নির্বাচনের বিধি নিষেধের জন্য মুর্শিদাবাদ ও ভবানীপুর এলাকায় দুয়ারে সরকার প্রকল্প বন্ধ করে দেওয়া হয়।