স্থানীয় সূত্র জানতে পারা গিয়েছে, "মঙ্গলবার সকালে এলাকার একটি জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা দ্রুততার সাথে থানায় খবর পাঠান। দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে জলাশয় থেকে উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।"
আরও পড়ুন: মিড ডে মিলের স্বাদ বদল, পাতে পরল ফ্রায়েড রাইস ও চিলি চিকেন!
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দিনহাটা মহকুমার ১ নং ব্লকের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি জলাশয়ে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন মানুষেরা। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দিলে। ঘটনাস্থলে পৌঁছোন দিনহাটা থানার এসডিপিও ত্রিদিব সরকার এবং দিনহাটা থানার আইসি সুরোজ থাপা সহ আরও পুলিশকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।"
আরও পড়ুন: রাজ্য বাজেটের মধ্যেই অভিনব প্রতিবাদ বিজেপির, ডিএ ঘোষণা হতেই ওয়াক আউট!
ময়নাতদন্তের পর জানতে পারা গিয়েছে সেই ব্যক্তিকে মারা হয়েছে। তবে এখনোও পর্যন্ত মৃত ওই ব্যক্তির পরিচয় জানতে পারা সম্ভব হয়নি। বর্তমান সময়ে ওই ব্যক্তির মৃত্যুকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কে বা কারা ওই ব্যক্তিকে খুন করে ফেলে রেখে গিয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উত্তর শুরু করেছে। বর্তমান সময়ে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তবে ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে দিনহাটা থানার পুলিশ গোটা এই খুনের ঘটনা নেমেছে। কে বা কারা এই ঘটনা সাথে জড়িত সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।
-----Sarthak Pandit