স্থানীয় সূত্রে জানা যায়, গণনা চলাকালীন সময়ে অভিযুক্ত সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহিলা টেবিলে থাকা কালির বোতল নিয়ে ঢেলে দেয় ভোট দেওয়া ব্যালট পেপারগুলির উপর। যদিও বা মহিলা স্বীকার করেছেন তাঁর হাত লেগে কালি পড়ে গিয়েছিল ব্যালটের উপরে। ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকার ৪/১৫৮ নম্বর বুথের ব্যালট পেপারের উপরে কালি পড়ে যাওয়ার কারণে ভোট গণনা প্রক্রিয়া থেমে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
তবে মহিলার নাম এখনও পযর্ন্ত জানা যায়নি। তবে তিনি প্রথম অবস্থায় গণনা কেন্দ্রের বাইরে যেতে অস্বীকার করেন। পরে কোচবিহার কোতয়ালি থানার পুলিশ তাঁকে গণনা কেন্দ্রের বাইরে নিয়ে যায়।
আরও পড়ুন: ফল ঘোষণার সকালেই হাইকোর্টে শুভেন্দু, তুললেন বিরাট দাবি! বুধবার ঘটতে পারে বড় কিছু
অভিযুক্ত ওই মহিলার দাবি, ‘ভোটের সময় ওই বুথে ছাপ্পা দিয়েছিল বিজেপি। তবে তিনি ওই বুথে রিপোলিংয়ের জন্য আবেদন জানিয়েছিলেন। তবে সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। বিষয়টি প্রতিবাদ করায় তাঁর সঙ্গে বচসা হয়। এবং তখনই তাঁর হাত লেগে কালির বোতল উল্টে পড়ে যায়।’ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সার্থক পণ্ডিত