মন্দির দেখতে ভিড় করছেন প্রচুর উৎসাহী মানুষ। মাথাভাঙা থেকে দক্ষিণেশ্বর মন্দিরের দূরত্ব কম নয়। সেই কারণে মন চাইলেও সবসময় মন্দির দর্শন করা সম্ভব হয় না সবার পক্ষে। তাই কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমায় দক্ষিণেশ্বরের আদলে মন্দির তৈরি করায় খুশি শহরবাসী। মন্দিরে অধিষ্ঠিত পাথরের তৈরি কালী মূর্তি। অধিষ্ঠিত অন্যান্য দেবতারাও। বাড়ির সদস্যরাই দেবতার নিত্য পুজো করে থাকেন। এই পরিবারের গৃহবধূ পাপিয়া সূত্রধর জানাচ্ছেন, '' বহুদিন ধরেই পরিবারের সবার ইচ্ছে ছিল বাড়িতে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দির তৈরি করার। প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন এই মন্দির দেখতে।''
advertisement
স্থানীয় বাসিন্দা পরেশ দাস বলেন, "এলাকার মানুষেরা বারবার দক্ষিণেশ্বর মন্দির যেতে পারেন না। দক্ষিণেশ্বর মন্দিরের দূরত্ব তো কম নয়। তবে মাথাভাঙ্গা মহকুমায় এই মন্দির তৈরি হওয়ায় ফলে এলাকার মানুষেরা এই মন্দির দেখতে ভিড় করছেন নিত্যদিন। প্রতিদিন সকালে এবং বিকেলে প্রচুর মানুষ এই বাড়িতে আসেন মন্দির দেখতে।''
Sarthak Pandit