পরিবেশ প্রেমী সংগঠনের এক সদস্য অনির্বাণ রায় জানান, “দীর্ঘ সময় ধরেই রাস্তার পাশে আগাছার মধ্যে একটি চটের বস্তা মুখ বাঁধা অবস্থায় পড়ে ছিল। তবে বস্তাটি মাঝে মধ্যে নড়াচড়া করার ফলেই সন্দেহ হোক এলাকার স্থানীয় মানুষের। বস্তার মুখ খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে একটি মোহন। দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের আধিকারিকদের কাছে। তাঁরা এসে সেই মোহনটিকে উদ্ধার করে নিয়ে যান। এই বারের মতন পাচারের ছক ভেস্তে যায় পাচারকারীদের। তবে এই এলাকায় মাঝে মধ্যেই এই ধরনের মোহন পাচারের কাজ করা হয়। যদিও এদিনের এই ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে তা জানতে পারা যায়নি।”
advertisement
আরও পড়ুন: কন্যাশ্রীর টাকা পেলেন মাছ বিক্রেতা! ছাত্রীর অ্যাকাউন্ট ফাঁকা! অবাক কাণ্ড মালদহে
বন দফতর সূত্রে জানতে পারা গিয়েছে, “বেশ অনেকটা সময় ধরেই এই এলাকায় মধ্যে রয়েছে বেশ কিছু সফট শেল কচ্ছপ। আর এই কচ্ছপ গুলিকে পাচারের চেষ্টা চালানো হয় মাঝে মধ্যেই। তবে এলাকার মানুষেরা তৎপর থাকার ফলে অনেক সময় এই ধরনের পাচারের ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়। এবারেও একই ঘটনা ঘটেছে। একটি চটের বস্তা থেকে একটি মোহন পাওয়া গিয়েছে রাস্তার পাশের ঝোপ থেকে। স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দফতরের কাছে। তারপর মোহনটিকে উদ্ধার করা হয় বন দফতরের পক্ষ থেকে। মোহনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর মোহনটিকে ওই এলাকার কোন জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।”
Sarthak Pandit