TRENDING:

Cooch Behar News: বর্ষা এলেই বুক কাঁপে! রাতের ঘুম ছুটে‌ ‌যায় তোর্ষা পাড়ের বাসিন্দাদের!

Last Updated:

বর্ষা এলেই মাথায় হাত, আতঙ্কে দিন কাটে কোচবিহারের তোর্ষা নদীর পাড়ের বাসিন্দাদের। অনেকেই বর্ষার এই সময় বসতবাড়ি ছাড়তে বাধ্য হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বর্ষা এলেই মাথায় হাত, আতঙ্কে দিন কাটে কোচবিহারের তোর্ষা নদীর পাড়ের বাসিন্দাদের। অনেকেই বর্ষার এই সময় বসতবাড়ি ছাড়তে বাধ্য হন। বর্ষা আসতেই আতঙ্কে দিন কাটাতে থাকেন কোচবিহার জেলার তোর্ষা নদীর পাড়ে বসবাসকারী প্রায় দশ হাজার পরিবার।
advertisement

চিন্তা একটাই যে কোনও সময় তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে তোর্ষা নদীর প্লাবন। কারণ, প্রত্যেকবারই বর্ষায় তোর্ষা নদী ফুলেফেঁপে ওঠে। প্লাবিত হয় নদী সংলগ্ন এলাকা।সেই প্লাবনে বাড়িঘর ভেঙ্গে সমস্ত কিছুই ভাসিয়ে নিয়ে চলে যায়। এলাকার বাসিন্দারা জানান, বিগত কয়েক বছর আগেই প্রায় দুই হাজার পরিবারের বাড়িঘর ভেঙে নদীর গর্ভে চলে গিয়েছে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আরও পড়ুন: বর্ষার মরশুমে মৌমাছি পালনে মেনে চলতে হবে বিশেষ কয়েকটি জিনিস ! তবে লাভ আসবে প্রচুর

View More

তারপরেও তারা বাধ্য হয়ে থাকছেন এই এলাকায়। তাদের কোনও অন্য জায়গা নেই। দিনমজুরির কাজ করে সংসার চলে তাঁদের। বাবাই দাস নামে এক বাসিন্দা জানান, নদীতে জল বাড়তে শুরু করলেই বাড়িঘর ছেড়ে বাঁধের উপর আশ্রয় খুঁজি আমরা। এভাবেই বর্ষা এলে আতঙ্কে দিন কাটে আমাদের। তোর্ষার ভয়াবহ রূপ আমাদের আতঙ্ক বাড়িয়ে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বর্ষা এলেই বুক কাঁপে! রাতের ঘুম ছুটে‌ ‌যায় তোর্ষা পাড়ের বাসিন্দাদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল