কোচবিহারের এক বাসিন্দা সন্দীপ গুপ্তা জানান, “দীর্ঘ সময় ধরে কোচবিহারের মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সুইমিং পুলের জন্য। তবে এতদিনে সেই স্বপ্ন বাস্তব হয়েছে। ইতিমধ্যেই মেম্বারশিপ বুকিং এর জন্য ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্ম সংগ্রহ করতে হবে। কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামের ভেতরে বাঁদিকে অবস্থিত বিল্ডিং থেকে। তারপর সেই ফর্ম পূরণ করে ছবি সমেত জমা করতে হবে জেলা শাসকের দফতরে। এই সুইমিং পুল খোলা থাকছে প্রতিদিন সকাল ৬ টা রাত ৮ টা ৪০ মিনিট পর্যন্ত। তবে দিনের বিভিন্ন সময় বিভিন্ন মেম্বারদের জন্য সংরক্ষিত থাকবে সুইমিং পুল। তবে দিনের মোট দুটি সময় সংরক্ষণ করা রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য। এছাড়াও স্পোর্টসম্যানদের জন্য থাকছে বিশেষ সুবিধা।”
advertisement
আরও পড়ুনঃ শ্রাবণে উত্তরবঙ্গের অবহাওয়ার নানা রূপ! কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার চড়ছে পারদ
এছাড়াও কোচবিহারের আরেক বাসিন্দা দীপক বর্মন জানান, “এই সুইমিং পুলে সাঁতার শেখানোর জন্য থাকছেন মোট সাতজন ট্রেনিং স্টাফ। যারা শিফটিং পদ্ধতিতে নিজেদের কাজ করবেন। বাচ্চাদের জন্য এখানে আলাদা পুল তৈরি করা হয়েছে যেখানে ছোট বাচ্চারা সাঁতার শিখতে পারবে। সব মিলিয়ে কোচবিহারের এই সুইমিং পুল নিয়ে কোচবিহারের মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক সাড়া দেখতে পাওয়া যাচ্ছে।” তবে তুফানগঞ্জ মহকুমায় থাকা সুইমিং পুলের থেকে এই সুইমিং পুলের নিয়ম একেবারে আলাদা। এই সুইমিং পুলের মধ্যে সরকারি আধিকারিকদের জন্য থাকছে একটি নির্দিষ্ট সময়। রাত ৮ টা থেকে ৮ টা ৪০ মিনিট পর্যন্ত সরকারি আধিকারিকরা এই সুইমিং পুল ব্যবহার করতে পারবেন। তাই আগামীদিনে আরও বহু মানুষ এই সুইমিং পুলের প্রতি আকৃষ্ট হবেন এটা সুনিশ্চিত।
Sarthak Pandit