তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, "কলেজ ছাত্রের সঙ্গে আভ্যন্তরীণ সমস্যার কারণে এই ঘটনাটি ঘটিয়েছে একদল দুষ্কৃতী। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে।" যদিও কলেজ ছাত্রের পরিবারের বক্তব্য, "গতকাল গভীর রাতে একদল সমাজ বিরোধী দুষ্কৃতি আচমকা বাড়িতে হামলা চালায়। এই হামলার ঘটনার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তুফানগঞ্জ মহকুমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে আতঙ্কের পরিবেশ রয়েছে গোটা পরিবারের মধ্যে।"
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘ আট কিলোমিটার রাস্তার বেহাল দশা! ক্ষোভ স্থানীয়দের
তবে তুফানগঞ্জ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বিক্রম দাস বলেন, "এই গোটা বিষয় নিয়ে ইতি মধ্যেই তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। এই ঘটনার সাথে জড়িত দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে। এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।" তবে গ্রাম্য এলাকা হওয়ার কারণে দুষ্কৃতীদের এই হামলার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে গোটায় এলাকা জুড়ে। এলাকার মানুষেরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
আরও পড়ুনঃ তিন কিলোমিটারের বেশি রাস্তার বেহাল দশা! নিত্য ভোগান্তি স্থানীয়দের
রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলা কোনভাবে মেনে নেওয়া সম্ভব নয়। এমনটাই জানিয়েছেন এলাকা স্থানীয় পঞ্চায়েত প্রধান। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, "গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে তুফানগঞ্জ থানায়। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত এ ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে। তবে তারা কেন এই গোটা ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে কোন কিছু জানা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান অভ্যন্তরীণ সমস্যা জেরেই এই ঘটনা।"
Sarthak Pandit