কচ্ছপটিকে দেখে তপন কুমার দেব জানান, ‘‘এই কচ্ছপটির নাম দেশি কড়ি কাইট্টা বা কড়ি কাইট্টা। এবং এই কচ্ছপটির ইংরেজি নাম Indian roofed turtle। এই কচ্ছপটি বর্তমানে দুর্লভ ও সংরক্ষিত একটি প্রজাতি। মূলত অবৈধ ভাবে এই কচ্ছপ পাচারের ব্যবসা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই কচ্ছপটির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এদের জীবন কাল হয় ১২ থেকে ১৫ বছরের। এটি সাধারণত বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভারতের বেশ কিছু অংশে পাওয়া যায়। এবং এটি একটি শান্ত জলের কচ্ছপ। এই কচ্ছপ গুলি মূলত জলজ উদ্ভিদ (যেমন- জলের হাইসিন্থ এবং আগাছা) এবং কাঁকড়া ও শামুক খেয়ে থাকে।’’
advertisement
তপন কুমার দেব আরও জানান, ‘‘ তবে জালে ধরা পড়া কচ্ছপটির ওজন প্রায় দেড়শো গ্রাম। তাই অনুমান করা হচ্ছে যে এটি একটি শিশু। এই কচ্ছপের বাচ্চাটিকে নীলকমল নদী থেকে ধরা হয়েছিল। তাই প্রাণীটিকে পুনরায় নীলকমল নদীতেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনুমান করা হচ্ছে এই নদীতে এই কচ্ছপের আরও ছোট বাচ্চা থাকতে পারে। তবে যাতে এই কচ্ছপগুলির ক্ষতি না করা হয়, সেই বিষয়ে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। কচ্ছপগুলির দিকে বিশেষ ভাবে নজর রাখার কথাও বলেন তিনি স্থানীয়দের।’’