ছোট থেকেই খেলাধুলোয় ভালো পপিতা। আর তাই সে ফিজিক্যাল এডুকেশন নিয়ে কলেজে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশিই তার খেলাধুলো চলতে থাকে। এর আগে কলেজ স্পোর্টসে সেরা হয়ে বিশ্ববিদ্যালয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা অর্জন করে। এরপর রাজ্য স্তরের ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপে সুযোগ পায়। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১০ থেকে ১৬ মার্চ এই প্রতিযোগিতা আয়োজিত হয়। সেখানে ৩২ মিটার দূরে জ্যাভেলিন ছুড়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। তবে তার এই সাফল্যের মাঝেও কোথাও যেন না পাওয়ার গল্প লুকিয়ে আছে।
advertisement
আরও পড়ুন: 'ইঁদুরের গর্ত' বুজিয়ে দিল কয়লা পাচার ঠেকাতে
পারিবারিক অনটনকে সঙ্গী করেই বড় হতে হচ্ছে পপিতাকে। তাই ইচ্ছে থাকলেও আরও ভালো করে স্পোর্টস ট্রেনিং নিতে পারে না। তার স্বপ্নের নাম নীরজ চোপড়া। সোনার ছেলে নীরজের মতই আন্তর্জাতিক মঞ্চে পপিতা দেশের নাম উজ্জ্বল করতে চায়। কিন্তু সরকারি সাহায্য পেলে তবেই এই স্বপ্ন বাস্তব হওয়া সম্ভব। এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছে এই কৃতি কলেজ ছাত্রী।
সার্থক পণ্ডিত