আরও পড়ুন: গ্রামবাসীদের চেষ্টায় বিহারের বাড়িতে ফিরে গেলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে
মাইক্রো আর্টিস্ট সোমা মুখার্জী একজন গৃহবধূ। সংসারের সমস্ত কাজ সামলে এই কাজ করাটা তাঁর কাছে একেবারেই সহজ নয়। তবে ভালোলাগা থেকেই তিনি এই কাজ করে থাকেন। পরিবারের সদস্যরাও তাঁকে যথেষ্ট সহযোগিতা করেন। নিত্য নতুন জিনিস তিনি তৈরি করতে খুব ভালোবাসেন। এবারে জন্মাষ্টমী উপলক্ষে তাঁর তৈরি ছোট্ট গোপালের এই মূর্তি দীর্ঘ প্রায় একমাসের প্রচেষ্টার ফসল। একটি জামার বোতামের ওপর মডেলিং ক্লে দিয়ে প্রথমে তৈরি করেছেন মূর্তিটি। তারপর রং করতে হয়েছে সেই মূর্তিকে। মূর্তির অলংকরণে ব্যবহার করা হয়েছে রাংতা। তবে মূর্তি তৈরি হওয়ার পর তিনি নিজেও অবাক হয়েছেন। এতো ছোট মাপের মূর্তি তিনি তৈরি করতে পারবেন বলে আগে ভাবতে পারেননি।
advertisement
মাইক্রো আর্টিস্টের ছেলে সাগরনীল মুখার্জী জানান, দীর্ঘ সময় ধরে মায়ের তৈরি এই সমস্ত জিনিস তাঁর অত্যন্ত পছন্দের বিষয়। তাই সময় পেলেই মায়ের পাশে বসে তিনি মায়ের কাজ দেখতে পছন্দ করেন। মাকে বিভিন্ন ধরনের নতুন আইডিয়াও দিয়ে থাকেন। মাঝে মধ্যে। সুযোগ পেলে মায়ের কাজে সাহায্য ও তবে মায়ের তৈরি এই গোপালের একেবারে ছোট্ট মূর্তিটি তাঁর বেশ পছন্দ হয়েছে। এছাড়াও মায়ের আগের মূর্তিগুলিও তাঁর পছন্দের তালিকায় আছে। আগামীদিনে তিনি আরও নতুন ও ভাল জিনিস তৈরি করুন, এমনটাই চান তিনি।
সার্থক পণ্ডিত