TRENDING:

Cooch Behar News: কোচবিহারের রাস্তায় ছড়িয়ে লিফলেট, কি লেখা রয়েছে লিফলেটের মধ্যে!

Last Updated:

প্রকাশ্যে চাকরির নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে। কোচবিহারের বেশ কিছু রাস্তায় পড়ে থাকা কিছু লিফলেটের মধ্যে এমনই দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে গোটা কোচবিহার এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : প্রকাশ্যে চাকরির নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে। কোচবিহারের বেশ কিছু রাস্তায় পড়ে থাকা কিছু লিফলেটের মধ্যে এমনই দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে গোটা কোচবিহার এলাকায়। এর আগেও চাকরির নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ণ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। শহরের রাজ রাজেন্দ্র নারায়ণ রোড সহ বেশ কিছু রাস্তায় পড়ে থাকা কিছু লিফলেটে এমন দাবি করা হয়েছিল।
চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ এনবিএসটিসি চেয়ারম্যানের বিরুদ্ধে!
চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ এনবিএসটিসি চেয়ারম্যানের বিরুদ্ধে!
advertisement

এদিনের রাস্তার মধ্যে পড়ে থাকা এই লিফলেটের মধ্যে লেখা রয়েছে, ‘পার্থপ্রতিম রায় এনবিএসটিসিতে নিয়োগ, প্রাথমিক ও হাইস্কুলে চাকরি এবং কনফেডের চেয়ারম্যান থাকাকালীন চাকরির নামে কোচবিহার জেলার হাজার হাজার গরিব শিক্ষিত যুবক-যুবতীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন। তাঁদের কোনও চাকরি হয়নি। এমনকি চাকরির প্রতিশ্রুতি দিয়ে অনেক শিক্ষিত যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে।"

advertisement

ওই লিফলেটে হুঁশিয়ারি দিয়ে আরও লেখা রয়েছে, "আত্মসাতের টাকা যদি ফেরত না দেওয়া হয় তাহলে গণআন্দোলন করা হবে। এমনকি, পার্থপ্রতিম রায়ের বাড়ির সামনে এবং প্রশাসনিক অফিসগুলোর সামনে অনশনে বসারও হুমকি দেওয়া হয়েছে।" তবে এই ধরনের লিফলেট কে বা কারা ছড়িয়েছে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট ভাবে কোন কিছু জানা যায়নি। এই লিফলেটের পেছনে তাদের দলেরই অন্য কোনও গোষ্ঠী বা বিরোধী রাজনৈতিক দলের কেউ রয়েছে কিনা, তাও স্পষ্ট নয়।

advertisement

যদিও এই সমস্ত কাজকর্মের জন্য তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি নন বলে স্পষ্ট জানিয়ে দেন পার্থপ্রতিম রায়। তবে যখন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতিতে সরব হয়েছে সাধারণ মানুষ। তখন কোচবিহারের রাস্তায় রাস্তায় এই ধরনের লিফলেট ছড়িয়ে পড়ায় চাপের মুখে পড়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: কোচবিহারের রাস্তায় ছড়িয়ে লিফলেট, কি লেখা রয়েছে লিফলেটের মধ্যে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল