রবিবার সন্ধ্যায় গোপন সূত্রের খবর পেয়ে তুফানগঞ্জ ১ নং ব্লকের চৌকুশি বালরামপুর থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ। তুফানগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, "ধৃতদের কাছ থেকে মোট ৩৩৬টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৬৮ হাজার টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই দুই অভিযুক্তকে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।" কিভাবে এই বিপুল পরিমাণ জাল নোট কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় আসলো।
advertisement
আরও পড়ুনঃ চৌপথি এলাকায় পৌরসভার অভিযান! কি কারনে বন্ধ হল দুটি বিরিয়ানির দোকান?
এবং সেই জাল নোট কিভাবে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ। এই গোটা বিষয়টিতে আরও অন্য কেউ বা কোন দল জড়িত রয়েছে সেই বিষয়টিকেও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে এই বিপুল পরিমাণ জাল নোট তুফানগঞ্জ মহকুমায় উদ্ধার হওয়ার কারণে। সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মহকুমা এলাকায়। জাল নোট সহ গ্রেফতার করা দুই অভিযুক্তকে আজ তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়েছে।
Sarthak Pandit