আরও পড়ুন: মঙ্গলবার প্রায় দ্বিগুণ জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ, আরও তীব্র বন্যার আতঙ্ক
এই সাফল্য প্রসঙ্গে শিল্পী উপাসনা চক্রবর্তী জানান, দীর্ঘ সময় ধরে তিনি বাবাকে এই শিল্পের কাজ করতে দেখেন। ছোট থেকে তাঁর আগ্রহ থাকলেও বাবা এই কাজ করতে দিতে ভয় পেতেন। এতে ছুরি, কাঁচি, বাটালি এই সব ধারাল জিনিস ব্যবহার করা হয়। তাই কোন অঘটন ঘটে যেতে পারে বলে আশঙ্কায় থাকতেন উৎপলবাবু। শেষ পর্যন্ত উপাসনা বাবাকে লুকিয়ে একটি মডেল তৈরি করেন, যা পরবর্তীতে এক্সিবিশনের জন্য পাঠান। সেখানে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেন। এরপরই তাঁর বাবা কাটুম কুটুম শিল্পে মেয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
advertisement
শিল্পী আরও জানান, বর্তমানে তাঁর ইচ্ছে বাবার এই শিল্পকে আরও অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। এখনও পর্যন্ত তিনি মোট ১২-১৩ টি মডেল তৈরি করতে পেরেছেন। তবে তিনি বাবার শিল্পকলার মতন না করে বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছেন তাঁর কাজের মধ্যে। আগামীতে তিনি আরও বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চান।
সার্থক পণ্ডিত