TRENDING:

Durga Puja News: নান্দনিকতায় সিন্ধু সভ্যতার এক ঝলক! এমনটাই থিম এবছর নাট্য সংঘের দুর্গাপুজোয়

Last Updated:

চট, মাটি, কাঠ সহ বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস দিয়ে কাজ চলছে কোচবিহার নাট্য সংঘ ক্লাবে মন্ডপ তৈরির কাজ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: চট, মাটি, কাঠ সহ বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস দিয়ে কাজ চলছে কোচবিহার নাট্য সংঘ ক্লাবে। আট হাজার বছর আগেকার সিন্ধু সভ্যতার বিভিন্ন নিদর্শন ফুটিয়ে তোলার কাজে ব্যস্ত রয়েছেন মন্ডপ শিল্পীরা। কোথাও মাটি পুড়িয়ে সেখানে কাজ করছেন গুটি কয়েকশ শিল্পী আবার কোথাও বা চটের উপর মাটির প্রলেপ দিতে ব্যস্ত কয়েকজন। আবার কেউ কেউ মাটির উপর আঁকিবুকি কাটছেন। এমনটাই দৃশ্য চোখে পড়ছে কোচবিহার নাট্য সংঘ ক্লাবে। এবছর কোচবিহারের খাগড়াবাড়ি এলাকার নাট্য সংঘ ক্লাবের দুর্গা পুজা মন্ডপে ইতিহাসে স্থান পাওয়া সেই সমস্ত নিদর্শনগুলি ফিরে পাবেন দর্শনার্থীরা।
advertisement

কোচবিহার নাট্য সংঘের গুগল ম্যাপ লিঙ্ক:

natya sangha

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, তাই জোর কদমে চলছে কাজ। শহরতলীর মধ্যে নাট্য সংঘ ক্লাব পূর্ণ ক্লাবগুলোর মধ্যে অন্যতম। এ বছর এই ক্লাবের ৭৩তম বছরের পুজো। বিগত বেশ কয়েক বছর ধরে এই ক্লাব থিম পুজোয় জোর দিয়েছে। তবে গত দুবছর কোভিড পরিস্থিতির কারণে বিগ বাজেটের পুজো করা সম্ভব হয়নি। তাই এ বছর পুজোর বাজেট রয়েছে ১২ লক্ষ টাকা। তাই এ বছর পুরনো ইতিহাসকে জীবন্ত করে তুলতে আয়োজন করেছে কোচবিহার নাট্য সংঘ ক্লাব।

advertisement

View More

আরও পড়ুন South 24Parganas News: মহালয়া শুনতে নস্টালজিক বাঙালি ঝেড়ে মুছে রেডি করছে রেডিও

মন্ডপশিল্পী শৌভিক ভৌমিক বলেন, "সাধারণ মানুষকে ইতিহাসের প্রতি আগ্রহী করে তুলতে এবং ইতিহাসের বহু বিষয় চোখের সামনে ফুটিয়ে তুলতে এবার নাট্য সংঘের পুজোয় এই থিমের আয়োজন করা হয়েছে।" এই মন্ডপ তৈর্র কাজে, যে মাটির ব্যবহার করা হচ্ছে তা কোচবিহারের মাটির পাশাপাশি অসমের পানবাড়ির মাটিও রয়েছে। এছাড়াও এবছর থিমের পাশাপাশি থাকছে অত্যাধুনিক আলোকসজ্জা। পুরনো দিনের প্রস্তর খন্ড, শিলালিপির এই নিদর্শনগুলি দেখতে, এবার পুজোয় আট থেকে আশি সকলেরই চোখ থাকবে। সব মিলিয়ে বলা সম্ভব কোচবিহারের অন্যান্য সমস্ত বিগ বাজেটের পুজো গুলির সঙ্গে এবছর নাট্য সংঘ টক্কর দিতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja News: নান্দনিকতায় সিন্ধু সভ্যতার এক ঝলক! এমনটাই থিম এবছর নাট্য সংঘের দুর্গাপুজোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল