South 24Parganas News: মহালয়া শুনতে নস্টালজিক বাঙালি ঝেড়ে মুছে রেডি করছে রেডিও

Last Updated:

মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে, রেডিওর কদর এখন অনেক কমেছে। কিন্তু বছরের এই একটি দিন যেন তাকে ছাড়া চলে না বাঙালির।

+
চলছে

চলছে রেডিও সাসারাইয়ে  এর কাজ

#দক্ষিণ ২৪ পরগনা: দেখতে দেখতে আর কয়েক দিনের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো৷ তার ঠিক সাত দিন আগে ভোরের আলো ফোটার আগে রেডিওতে বা টেলিভিশনে কান পাতলে সেই মহালয়ার সুর ভেসে আসে কানে৷ তখনই ঠিক মায়ের আগমনের বার্তা থেকে আমাদের ঢাকের কাঠি থেকে শঙ্খের আওয়াজ পুজোর গন্ধ মনে লেগে যায়৷ একটা পুজোর রেশ যেন বাঙালির মন ছুঁয়ে যায়। সেই মতো আমরা ধুলো জমা রেডিও থেকেও আওয়াজ বেরনো চাই, মহালয়ার জন্য রেডিও দোকানে ভিড় চলতে শুরু করেছে। আজকের দিনের মানুষ আধুনিক যুগে প্রবেশ করেছে।
আরও পড়ুন Train Time: সিউড়ি থেকে অন্ডাল বিশেষ ট্রেন, দেখে নিন সময়সূচী
একটা সময় ছিল মানুষের ঘরে ঘরে রেডিও থাকতো তার কদরও ছিল বেশ৷ কিন্তু আর ঘরে ঘরে সেভাবে আর দেখতে পাওয়া যায় না রেডিও৷ তবে অনেক মানুষ আছেন রেডিওতে মহালয়া না শুনলে যেন মন ভরে না৷ সেইমতো দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের এলাকার মানুষরা তাদের পুরানো রেডিও নিয়ে ভিড় জমাতে শুরু করেছে এলাকার রেডিও সারই দোকানে।
advertisement
মোবাইল ফোন আর ইন্টারনেটের জোড়া হামলায় তার কদর এখন অনেক টাই কমেছে। কিন্তু বছরের এই একটি দিন যেন তাকে ছাড়া চলে না আপামোর বাঙালির। তাই বাড়ির আর পাঁচটা অকেজো জিনিসের সঙ্গে এক কোণায় পড়ে থাকা রেডিও-র ধুলো ঝাড়তে ঝাড়তেই অনেকেই হাজির হচ্ছেন পাড়ার টিভি, রেডিও সারাইয়ের দোকানে। যাই হোক না কেন, সামনেই যে মহালয়া।
advertisement
advertisement
আরও পড়ুন Birbhum News : সোনাঝুরিতে তৈরি হচ্ছে রিসর্ট, বেনিয়মের অভিযোগ
ভোরের আলোর ফোটার আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সংস্কৃত স্তোত্রপাঠ ও দেবীর আগমনী বার্তা না শুনলে যেন মনেই হয় না দুর্গাপুজো আসছে।মহালয়ার জন্য সুন্দরবন বেশির ভাগ রেডিও সারাইয়ের দোকানেই এই ছবিটাই দেখা যাচ্ছে। বিশেষত পুরনো রেডিও হাতে নিয়ে দোকানে ভিড় জমাতে দেখা গিয়েছে একটু বয়স্ক নাগরিকদের। পাশাপাশি নতুন রেডিও কেনার ভিড়ও দেখা যাচ্ছে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: মহালয়া শুনতে নস্টালজিক বাঙালি ঝেড়ে মুছে রেডি করছে রেডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement