TRENDING:

Durga Puja News: ইউটিউব দেখে থিমের ধারণা! স্বল্প বাজেটের থিমেই বাজিমাত কোচবিহারের এই মণ্ডপের

Last Updated:

মূলত ইউটিউব দেখেই এই থিমের ধারণা নিয়েছেন পুজো কমিটির সদস্যরা। বৌদ্ধ মন্দির প্যাগোডা ও পাহাড়ি সৌন্দর্য মিলিয়ে তৈরি করা হচ্ছে এই থিমের কাজ। এবছর স্বল্প বাজেটের পুজোতেই শুধুমাত্র আকর্ষণীয় থিমের মাধ্যমে বাজিমাত করতে চলেছে কোচবিহার উত্তরণ সংঘ ক্লাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট এলাকায় ৭২ বছরে পদার্পণ করতে চলেছে উত্তরণ সংঘ ক্লাবের দুর্গা পুজো। তাই এবছর পুজোর জাঁকজমক রয়েছে আরম্বরপূর্ণ! তবে পুজোর বাজেট রয়েছে অন্যান্য এলাকার দুর্গা পুজোর তুলনায় অনেকটাই কম। আনুমানিক মাত্র দেড় লক্ষ টাকায় তৈরি হচ্ছে পুজোর থিম ও মণ্ডপ। মূলত ইউটিউব দেখেই এই থিমের ধারণা নিয়েছেন পুজো কমিটির সদস্যরা। তারপর থেকেই শুরু প্রস্তুতি পর্ব।
advertisement

দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলছে এই পুজোর থিম ও মণ্ডপ তৈরির কাজ। বৌদ্ধ মন্দির প্যাগোডা ও পাহাড়ি সৌন্দর্য মিলিয়ে তৈরি করা হচ্ছে এই থিমের কাজ। সব মিলিয়ে এবছর স্বল্প বাজেটের পুজোতেই শুধুমাত্র আকর্ষণীয় থিমের মাধ্যমে বাজিমাত করতে চলেছে কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট এলাকার উত্তরণ সংঘ ক্লাব।

আরও পড়ুন -  Cooch Behar News: ভেঙে ফেলা হচ্ছে কোচবিহারের রাজ আমলের প্রাচীন রাধাগোবিন্দ মন্দির

advertisement

পুজো কমিটির সম্পাদক জিৎ বর্মন জানান, "মূলত ইউটিউব দেখেই এই থিমের ধারণা নেওয়া হয়েছে আমাদের পুজো কমিটির। প্রথমত, আমাদের পুজো কমিটির সদস্যদের সাথে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপর থেকে দীর্ঘ দু'মাস ধরে চলছে এই থিম ও পুজো মণ্ডপ তৈরির কাজ। আমরা আশা করছি দ্রুত আমাদের এই থিমের কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে কিছুটা অসুবিধায় পড়তে হচ্ছে প্রকৃতিক সমস্যার কারণে।"

advertisement

View More

আরও পড়ুন -  Durga Puja 2022: পুজোর উপাচার থেকে উপবাস সবতেই নারকেল অপরিহার্য, রইল সহজ টিপস

এছাড়া পুজো কমিটির কোষাধ্যক্ষ শুভদীপ মিত্র বলেন, "আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকায় তৈরি করা হচ্ছে আমাদের এই পুজোর মন্ডপ ও থিম। এবছর আমাদের পুজো ৭২ বছরে পদার্পণ করবে। স্বল্প বাজেটের এবারের পুজোয় আমরা জোর দিয়েছি আকর্ষণীয় থিমের কাজের ওপর। আমরা আশা করছি সাধারণ মানুষের আমাদের পুজোর এই থিম যথেষ্ট পছন্দ হবে।" তবে ইউটিউব দেখে এ ধরনের আকর্ষণীয় থিমের কাজের উপর জোর দেওয়ার ফলে। আসন্ন দুর্গা পুজোয় হয়তো থিমের মাধ্যমেই বাজিমাত করতে চলেছে, কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট এলাকার উত্তরণ সংঘ ক্লাব। কোচবিহারবাসীর নজর এবং অধীর আগ্রহ রয়েছে এ বছর উত্তরণ সংঘ ক্লাবের দুর্গা পুজোর থিম দেখতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja News: ইউটিউব দেখে থিমের ধারণা! স্বল্প বাজেটের থিমেই বাজিমাত কোচবিহারের এই মণ্ডপের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল