Cooch Behar News: ভেঙে ফেলা হচ্ছে কোচবিহারের রাজ আমলের প্রাচীন রাধাগোবিন্দ মন্দির
- Published by:Debalina Datta
Last Updated:
রাজ আমলের রাধা গোবিন্দ মন্দির ভেঙে ফেলার অভিযোগ উঠল স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। বেশ কিছুদিন থেকেই অল্প অল্প করে ভাঙ্গা হচ্ছিল মন্দির। প্রায় আড়াইশো বছর পুরনো এই মন্দির রাধামাধব মন্দির হিসেবে পরিচিত কোচবিহার শহরের বুকে।
#কোচবিহার: কোচবিহার খাগড়াবাড়ি বুড়িরপাঠ সংলগ্ন এলাকায় রাজ আমলের রাধা গোবিন্দ মন্দির ভেঙে ফেলার অভিযোগ উঠল স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। বেশ কিছুদিন থেকেই অল্প অল্প করে ভাঙ্গা হচ্ছিল মন্দির এমনটাই অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আড়াইশো বছর পুরনো এই মন্দির রাধামাধব মন্দির হিসেবে পরিচিত কোচবিহার শহরের বুকে। কোচবিহার শহর বর্তমানে হেরিটেজ শহর। সেখানে রাজ ঐতিহ্য সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ দুটোই অত্যন্ত জরুরি। এর মাঝে দাঁড়িয়ে এই মন্দির অল্প অল্প করে ভেঙে ফেলার অভিযোগ যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে কোচবিহারের সাধারণ মানুষের মধ্যে।
কোচবিহার রাজবাড়ির পুরাতত্ত্ব বিভাগের কর্মচারী বিনয় দাস বলেন, "এই মন্দিরের বয়স প্রায় আনুমানিক আড়াইশো বছরের বেশি। হেরিটেজ তালিকায় না থাকলেও এই মন্দির রাজ আমলের তৈরি একটি মন্দির। স্থানীয় কিছু ব্যবসায়ী নিজেদের স্বার্থে নিজেদের কার্য সিদ্ধি করতে রাজ ঐতিহ্য ও স্থাপত্যের এই নিদর্শন আস্তে আস্তে ভেঙে ফেলছেন। আমরা ইতিমধ্যেই পুলিশ এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মন্দিরটিকে বাঁচানোর উদ্দেশ্য।"
advertisement
advertisement
এই মন্দির ভেঙ্গে ফেলার বিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন," বিষয়টির খবর ইতিমধ্যেই আমার কাছে এসে পৌঁছেছে। আমরা প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করছি। দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
অন্যদিকে এলকার এক স্থানীয় ব্যবসায়ী গোবিন্দ সরকার বলেন, "কে বা কারা মন্দিরটি ভাঙছে আমাদের সঠিক জানা নেই। তবে যেহেতু রাজ আমলের স্থাপত্য তাই অবশ্যই তা রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা প্রয়োজন। আমি জেলা প্রসাশনের কাছে আর্জি জানাবো যাতে এই ঐতিহ্যটিকে সংরক্ষণ করা হয়। এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।" তবে জনসমক্ষে কি করে রাজ আমলের পুরনো প্রাচীন ঐতিহ্য এই আড়াইশো বছরের পুরনো মন্দিরটিকে ভেঙে ফেলার কাজ করা হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়াও মন্দিরটি ভেঙে ফেলার কাজ শুরু করার পরেও এখনো পর্যন্ত কেন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলো না সে বিষয়ে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উত্তর শুরু করেছে।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
September 19, 2022 6:33 PM IST

