TRENDING:

Durga Puja News: আস্ত ঘুড়িতেই প্যান্ডেল! কয়েক হাজার ঘুড়ি সাজাচ্ছে কোচবিহার মদনমোহন কলোনির দুর্গা মণ্ডপ

Last Updated:

Durga Puja 2022: পুজো মণ্ডপ তৈরির কাজ ও খুঁটি পুজো চলছে প্রায় কোচবিহার জেলার সব জায়গাতেই। তবে এবছর একটু অন্যরকম সাজে সেজে উঠতে চলেছে কোচবিহার মদনমোহন কলোনির দুর্গা পুজার মণ্ডপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: জাকজমক পূর্ণ হতে চলেছে এবারের কোচবিহার জেলার দুর্গাপুজো। পুজো মণ্ডপ তৈরির কাজ ও খুঁটি পুজো চলছে প্রায় কোচবিহার জেলার সব জায়গাতেই। তবে এবছর একটু অন্যরকম সাজে সেজে উঠতে চলেছে কোচবিহার মদনমোহন কলোনির দুর্গা পুজার মণ্ডপ। এবছরে এখানকার পুজোর থিম ঘুড়ি। মোট পাঁচ হাজার রকমের রকমারি ঘুড়ির মাধ্যমে সাজিয়ে তোলা হবে দুর্গা পুজার মণ্ডপ। এছাড়া মূল মণ্ডপটি ও থাকছে ঘুড়ির আকারের।
advertisement

মদনমোহন কলোনি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজো কমিটির সভাপতি শঙ্কর রায় জানান, "গত দু'বছর করোনা অতিমারীর প্রভাবের কারণে আমরা পুজো সেরকম জাঁকজমকপূর্ণ করে করতে পারিনি। এ বছর আমাদের পুজোর বাজেট অনেকটাই বেশি থাকছে। পুজোর বাজেট নিয়ে কোনও রকমের খামতি চোখে পরবে না এবছর। পুজো কমিটির প্রত্যেকটি সদস্য এবং এলাকার বাসিন্দারা সকলেই খুশি রয়েছেন এবছর দুর্গাপুজো ভালো করে হওয়ার কারণে।"

advertisement

আরও পড়ুন: 'বনকাপাশি' সজ্জায় দুর্গা প্রতিমা! এবারের পুজোয় মধ্য সৈদাবাদে নজর কাড়বে তুষার তীর্থ মণ্ডপ

প্রত্যেকটি মানুষের জীবনে ছোটবেলার বিভিন্ন স্মৃতির মধ্যে ঘুড়ির স্মৃতি রয়েছে। ছোটবেলার সেই সমস্ত স্মৃতি ফিরিয়ে আনতে কোচবিহার মদনমোহন কলোনির স্পোটিং ক্লাবের এই অভিনব উদ্যোগ। এ বছর তাদের পুজো মণ্ডপে ঘুরতে আসলে পূর্ণার্থী ও দর্শনার্থীদের যথেষ্ট ভালো লাগবে বলে মনে করছেন পুজো কমিটির সদস্যরা। রংবেরঙের নানা রকমারি ঘুড়ির সম্ভারে, ভরে থাকবে কোচবিহার মদনমোহন স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। তাই একথা খুব সহজেই বলা সম্ভব যে কোচবিহার জেলার দুর্গা পুজো গুলির মধ্যে অন্যতম একটি দুর্গাপুজো হয়ে উঠতে চলেছে কোচবিহার মদনমোহন স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো।

advertisement

View More

আরও পড়ুন: পুজোর মধ্যেই ৩০৭৬২ জনকে চাকরি! বাংলার কর্মহীনদের জন্য বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী!

স্থানীয় বাসিন্দা সুমন নন্দী বলেন, "দু'বছর আমাদের এখানে পুজো খুব একটা ভালো হয়নি। তবে এ বছর শুরু থেকেই পুজো নিয়ে আলাদা একটা উত্তেজনা কাজ করছে এলাকার বাসিন্দাদের মধ্যে। সম্পূর্ণ কোচবিহার শহরের দুর্গা পুজোর মধ্যে অন্যতম একটি পুজো রূপে আত্মপ্রকাশ করতে চলেছে আমাদের পাড়ার এই পুজো।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja News: আস্ত ঘুড়িতেই প্যান্ডেল! কয়েক হাজার ঘুড়ি সাজাচ্ছে কোচবিহার মদনমোহন কলোনির দুর্গা মণ্ডপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল