তবে এর মধ্যে বাজি ক্রেতাদের নজর কেড়েছে দু’টি নতুন ধরনের চরকি বাজি। এই দুই বাজির নাম ‘পদ্মফুল চরকি বাজি’ ও ‘আকাশের চরকি বাজি’। এই দুই পোশাকি নামেই বাজির দোকানগুলিতে বিক্রি করা হচ্ছে। দাম রয়েছে সকলের সাধ্যের মধ্যে। তাই ক্রেতারা রীতিমত হামলে পড়ে কিনছেন এই দুই বাজি।
কোচবিহারের এক প্রসিদ্ধ বাজির দোকানের কর্ণধার বিশ্বজিৎ বণিক জানান, প্রতি বছর ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বাজারে কিছু নতুন বাজি এসে থাকে। তবে এবারে বাজারে নিষিদ্ধ হয়েছে শব্দবাজি ও পরিবেশের জন্য ক্ষতিকর সমস্ত বাজি। তাই বাজারের সমস্ত দোকানে শুধুমাত্র পাওয়া যাচ্ছে পরিবেশ বান্ধব বাজি বা গ্রিন বাজি।
advertisement
আরও পড়ুন: তোমায় বিয়ে করব, যদি… শামির দ্বিতীয় স্ত্রী হবেন পায়েল? বিয়েতে কোন শর্ত বাঙালি নায়িকার!
তবে বাজির মধ্যে ক্রেতাদের সব সময়ের পছন্দের তালিকায় থাকে চরকি বাজি। আর এই বাজির দুটি নতুন রূপে এসেছে এবারের বাজারে। একটি ফাটালে পদ্মফুলের মতন দেখতে লাগছে। আর একটি বাজি প্রথমে নীচে ফেটে ওপরে উঠে যাচ্ছে। তারপর আকাশে গিয়ে চরকির মতন করে ফাটছে।
বাজারে বাজি কিনতে আসা এক ক্রেতা সুদীপ অধিকারি জানান, বাড়ির বাচ্চাদের জন্য প্রতি বছর বাজার থেকে নতুন ধরনের বাজি কিনতে হয়। দীপাবলির দিন এই বাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠে ছোট থেকে বড় সকলে। তবে এবারে বাজির বাজারে নতুন আকর্ষণ এই দুই বাজি ইতিমধ্যেই বেশ ভালো সাড়া ফেলেছে। সবাই কিনছে এই নতুন ধরনের দুই বাজি। রীতিমত লাইন দিয়ে কিনতে হচ্ছে এই দুই বাজি।
তবে দাম কিন্তু রয়েছে সকলের সাধ্যের মধ্যে। পদ্মফুল চরকি বাজি পাওয়া যাচ্ছে মাত্র ১৮০ টাকা দামের প্রতি প্যাকেটে। আর আকাশের চরকি বাজি পাওয়া যাচ্ছে মাত্র ২৫০ টাকা প্রতি প্যাকেটে।
Sarthak Pandit