আরও পড়ুন: আন্তর্জাতিক রাস্তা যেন মরণ ফাঁদ! প্রতিবেশী দেশে যেতে গিয়ে প্রাণ খোয়ানোর আশঙ্কা
সূত্রের খবর, দিনহাটা-১ ব্লকের বড় শোলমারি অঞ্চলের মদনাকুরার ৬-এর ২০৮ নম্বর বুথের সিপিএম প্রার্থী মনোয়ারা মিঁয়া ও ওই এলাকার বাম কর্মী সমর্থকদের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে হামলা করে একদল দুষ্কৃতী। তারা রীতিমতো সশস্ত্র অবস্থায় এসেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তিন রাউন্ড গুলি চালানোর পাশাপাশি এলাকায় ব্যাপক বোমাবাজি করে। বেশ কয়েকজন বাম কর্মী সমর্থককে মারধর করা হয়। সেই সময়ই দুষ্কৃতীদের ছোঁড়া তির গলা ফুঁড়ে ঢুকে যায় সিপিএম প্রার্থীর। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
advertisement
সিপিএম প্রার্থীর গলায় তির ঢুকে যাওয়ার ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলের তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় শাসক দল ও পুলিশকে তীব্র আক্রমণ করেছে সিপিএম। তাদের অভিযোগ, পুলিশ বিরোধী প্রার্থীদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ। এদিকে সিপিএম প্রার্থী সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনা শুনেই এলাকায় ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা।
সার্থক পণ্ডিত