TRENDING:

Cooch Behar News: জাতীয় স্তরে কাবাডি খেলে ঘরে ফিরল কোচবিহারের দুই কৃতী কন্যা

Last Updated:

গোটা উত্তরবঙ্গে তথা অন্যান্য রাজ্যগুলিতে যেভাবে কোচবিহারের খেলাধুলার নাম ছড়িয়ে পড়ছে। তাতে সম্ভবত উজ্জ্বল হচ্ছে কোচবিহারের নাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: জেলা শহর কোচবিহারের খেলাধুলার মান দিনে দিনে বেড়েই চলেছে। খেলোয়ারদের একাগ্রচিত্তে অনুশীলন এবং খেলার মান বাড়ানোর ইচ্ছে দুটি মিলিয়ে কোচবিহার জেলার খেলার নাম উজ্জ্বল করে চলেছে কোচবিহারের খেলোয়াড়েরা। এবার কোচবিহার থেকে ন্যাশনাল কাবাডি দলে কাবাডি খেলে ঘরে ফিরল দুই মেয়ে। কৃতী দুই সন্তানেরা কোচবিহারে নিজেদের ঘরে ফিরে আসতেই, আনন্দে ভাসল গোটা কোচবিহার। এই প্রথম কোচবিহার জেলা থেকে কোনও খেলোয়াড় ন্যাশনাল কাবাডি খেলতে গিয়েছিল।
advertisement

এ বিষয় নিয়ে কোচবিহার জেলার কাবাডি কোচ রাজা রায় বলেন, "দীর্ঘ যত বছর থেকে কাবাডি খেলা চলছে ন্যাশনালে, এই প্রথম সেখানে কোন কোচবিহার থেকে মেয়ে সুযোগ পেল। শুধুমাত্র কোচবিহার থেকেই নয় গোটা উত্তরবঙ্গ থেকে এই প্রথম কোন খেলোয়াড় ন্যাশনাল কাবাডি খেলল। মূলত এই কারণের জন্যই আমরা দারুণ খুশি।"

আরও পড়ুন -  Cyclone Update: ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগর, আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ, বইবে ঝোড়ো হাওয়া, উপকূলের জেলায় বৃষ্টি

advertisement

গোটা উত্তরবঙ্গে তথা অন্যান্য রাজ্যগুলিতে যেভাবে কোচবিহারের খেলাধুলার নাম ছড়িয়ে পড়ছে। তাতে সম্ভবত উজ্জ্বল হচ্ছে কোচবিহারের নাম। একটা সময় রাজার অধিকারে থাকা এই রাজ্যের খেলার নাম ছিল। এখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড়েরা খেলাধুলা করতেন। তবে তার পরবর্তী সময় ধীরে ধীরে কমে এসেছিল সেই নাম। তবে বর্তমান সময়ে কোচবিহারের বিভিন্ন খেলোয়াড়দের নিজস্ব প্রচেষ্টায় এবং অনুশীলনে সেই নাম ফিরে আসতে শুরু করেছে।

advertisement

View More

আরও পড়ুন -  Viral Video: ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা, চাপ নিতেই পারছেন না রোহিত, কানই দিলেন না অর্শদীপের কথায়

ন্যাশনালে খেলতে যাওয়া কাবাডি খেলোয়াড় মাম্পি রায় বলেন, "কোচের সহযোগিতাতেই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। কোচ ছাড়া আমরা কিছুই না। তবে কোচবিহারে খেলাধুলার মান বাড়াতে হলে পরিকাঠামগত উন্নয়ন আরোও প্রয়োজন।" এছাড়া ন্যাশনাল খেলতে যাওয়া আরেক খেলোয়ার ববিতা দাস বলেন, "ন্যাশনাল খেলতে গিয়ে দারুন লাগছিল। এতদূর পর্যন্ত পৌঁছাতে পারবো ভাবিনি। তবে কোচ আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন। তার সহযোগিতা এবং অনুশীলন দুটি মিলিয়ে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি।"

advertisement

কোচবিহার জেলায় খেলাধুলার মান বাড়াতে হলে পরিকল্পনা কত উন্নয়নের দিকে আরও বেশি নজর দেওয়া উচিত। যেভাবে বাইরে রাজ্যগুলিতে খেলোয়াড়েরা অনেক বেশি ভালো উন্নত মানের পরিকাঠামো পেয়ে থাকেন। ঠিক তেমনটাই যদি কোচবিহার জেলাতেও খেলোয়ারদের প্রদান করা হয়। তবে কোচবিহার জেলার নাম আরও অনেক উচুঁতে পৌঁছবে l

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: জাতীয় স্তরে কাবাডি খেলে ঘরে ফিরল কোচবিহারের দুই কৃতী কন্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল