Viral Video: ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা, চাপ নিতেই পারছেন না রোহিত, কানই দিলেন না অর্শদীপের কথায়

Last Updated:

অর্শদীপ সিং বল করতে আসেন তখন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁকে কথা বলতে দেখতে পাওয়া যায়৷ কিন্তু রোহিত সেই কথা শুনতে আদৌ আগ্রহী ছিলেন না৷ রোহিত শর্মা ও অর্শদীপ সিংয়ের সেই পরিস্থিতি এখন ইন্টারনেটে ভাইরাল ভিডিও৷

Rohit Sharma did not listen to Arshdeep Singh - Photo Courtesy- Twitter/ Video Grab
Rohit Sharma did not listen to Arshdeep Singh - Photo Courtesy- Twitter/ Video Grab
#দুবাই: এশিয়া কাপ ২০২২ -র সুপার ফোরে ভারত বনাম পাকিস্তানের পরে শ্রীলঙ্কাও ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয়৷  ২বারের ম্যাচেই ভারতীয় বোলাররা ১৭০-র বেশি রানও বাঁচাতে পারেননি৷ দুবাইয়ের স্টেডিয়ামে তাই হারই সঙ্গী টিম ইন্ডিয়ার৷
পাকিস্তান ভারতের বিরুদ্ধে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ শ্রীলঙ্কা ১৭৪ রানের লক্ষ্য মাত্র ৪ উইকেট হারিয়েই পেয়ে যায়৷  শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওভারে অধিনায়ক রোহিত শর্মা বেশ চাপে এরকমই দেখা যায়৷ শেষ  ২ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য ২১ রান দরকার ছিল৷
advertisement
advertisement
ভুবনেশ্বর কুমার ১৯ তম ওভারে ১৪ রান দিয়ে দেন৷ শেষ ওভারে তরুণ বোলার অর্শদীপ সিং বল করতে আসেন৷ কিন্তু ৭ রান বাঁচানো তাঁর জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
advertisement
২০ তম ওভারে যখন তরুণ অর্শদীপ সিং বল করতে আসেন তখন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁকে কথা বলতে দেখতে পাওয়া যায়৷ কিন্তু রোহিত সেই কথা শুনতে আদৌ আগ্রহী ছিলেন না৷ রোহিত শর্মা ও অর্শদীপ সিংয়ের সেই পরিস্থিতি এখন ইন্টারনেটে ভাইরাল ভিডিও৷
অর্শদীপ সিং এর আগে ২ ওভারে ২৬ রান দিয়েছিলেন৷ কিন্তু ডেথ ওভারে তিনি কামাল বোলিং করেছিলেন৷ ২৩ বছরের অর্শদীপ সিং শেষ ওভারেও দারুণ ইয়র্কার দেন৷ তাঁর বল খেলা ক্রিকেটারদের জন্য অসুবিধাজনক হচ্ছিল৷ শেষ চার ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য ৪২ রান দরকার ছিল৷ অর্শদীপ সিং ১৭ তম ওভারে ৯ রান দেন, এরপর হার্দিক পান্ডিয়া ১৮তম ওভারে ১২ রান দেন, ভুবনেশ্বর কুমার ১৯ তম ওভারে ১৪  রান দেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা, চাপ নিতেই পারছেন না রোহিত, কানই দিলেন না অর্শদীপের কথায়
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement