TRENDING:

Cooch Behar News | Sawan 2022: শ্রাবণের সোমবারে কোচবিহারে ভক্তদের উপচে পড়া ভিড় শিব মন্দিরে! রইল ভিডিও

Last Updated:

Cooch Behar News | Sawan 2022: প্রায় দু'বছর করোনা কাল অতিক্রম করার পর আবার মন্দিরে গিয়ে পুজো দিতে পেরে খুশি কোচবিহারের ভক্তরা। শ্রাবণের সোমবারে উপচে পড়া ভিড় কোচবিহারে সমস্ত শিব মন্দিরে। দেখুন বিশেষ ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: প্রায় দু'বছর করোনা কাল অতিক্রম করার পর আবার মন্দিরে গিয়ে পুজো দিতে পেরে খুশি কোচবিহারের ভক্তরা। শ্রাবণের সোমবারে উপচে পড়া ভিড় কোচবিহারে সমস্ত শিব মন্দিরে। মন্দির চত্বরে ভক্তদের প্রচুর সমাগমের কারণে খুশি মন্দির কর্তৃপক্ষ। প্রতিবছর শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে কম বেশি ভিড় লক্ষ্য করতে পারা যায় শিব মন্দিরগুলিতে। তবে বিগত দু'বছর করোনা অতিমারীর কারণে কোন ভক্ত মন্দিরে গিয়ে পুজো দিতে পারেনি।
advertisement

কোচবিহার কুমার গজেন্দ্র নারায়ণ ঠাকুরবাড়ি মন্দিরের গুগল ম্যাপ লিঙ্ক:

তবে দু বছর পরে মন্দিরগুলিতে এসে পূজো দিতে পেরে খুশি সফল ভক্তরা। কোচবিহারের বানেশ্বর শিব মন্দির, হিরণ্য গর্ভ শিব মন্দির, কুমার গজেন্দ্র নারায়ণের ঠাকুরবাড়ি শিব মন্দির এবং রাজবাড়ী শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ল এদিন। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন শিবের মাথায় জল ঢালতে। মন্দিরে পুজো দিতে আসা তন্নিমা ভট্টাচার্য নামে এক ভক্ত বলেন, "দীর্ঘ দুই বছর পর মন্দিরে এসে পুজো দিতে পারছি। এর চাইতে আনন্দ আর কি হতে পারে। তবে দুপুরের কিছুটা সময় মন্দির হালকা ফাঁকা থাকার কারণে তাড়াতাড়ি পুজো দিতে পারলাম।

advertisement

কোচবিহার বানেশ্বর শিব মন্দিরের গুগল ম্যাপ লিঙ্ক:

কুমার গজেন্দ্র ঠাকুরবাড়ির প্রধান পুরোহিত উজ্জল চক্রবর্তী জানান, "সকাল থেকেই মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত পুজো চলছে। মন্দির প্রাঙ্গনে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে। দু'বছর পর মন্দিরে এরকম ভিড় দেখে সত্যিই খুব আনন্দ হচ্ছে।" কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে নয়, বাইরে থেকেও প্রচুর পর্যটকদের সমাগম ঘটেছে কোচবিহারের বিভিন্ন শিব মন্দিরে। বালুরঘাট থেকে কোচবিহার বানেশ্বর মন্দিরে ঘুরতে আসা এমনই একজন পর্যটক শুভদীপ বর্মন বলেন, "এই প্রথম কোচবিহারের বানেশ্বর মন্দিরে ঘুরতে আসলাম। বানেশ্বরের মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে।

advertisement

দেখে বেশ ভালো লাগছে প্রচুর ভক্ত শিবের মাথায় জল ঢালতে এসেছেন।"বানেশ্বর মন্দিরের প্রধান সেবাইত প্রশান্ত কুমার যা বলেন, "মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হওয়ার কারণে বেশ ভালো লাগছে। ভক্তদের ছাড়া মন্দির অসম্পূর্ণ। দীর্ঘ দুবছর করোনার কারণে মন্দির বন্ধ থাকায় ভক্তরা সেরকম ভাবে বাবাকে দর্শন করতে পারেনি। তাই এ বছর মন্দির খোলা থাকায় ভক্তরা নিজেদের মনের সাধ পূরণ করে মন্দিরে এসে পুজো দিতে পারছেন।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

সার্থক পন্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News | Sawan 2022: শ্রাবণের সোমবারে কোচবিহারে ভক্তদের উপচে পড়া ভিড় শিব মন্দিরে! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল