TRENDING:

Cooch Behar News: সামনেই মনসা ও বিশ্বকর্মা পুজো! কুমোরটুলিতে চলছে প্রতিমা তৈরির কাজ!

Last Updated:

Cooch Behar News: মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো প্রায় চলেই এসেছে। তাই কোচবিহার কুমোরটুলিতে দেখা যাচ্ছে দারুণ কর্ম ব্যস্ততা। প্রায় দিন-রাত্রি এক করেই চলছে প্রতিমা তৈরির কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো প্রায় চলেই এসেছে। তাই কোচবিহার কুমোরটুলিতে দেখা যাচ্ছে দারুণ কর্ম ব্যস্ততা। প্রায় দিন-রাত্রি এক করেই চলছে প্রতিমা তৈরির কাজ। ইতিমধ্যেই প্রতিমার জন্য অগ্রিম অর্ডার হয়ে গিয়েছে। বেশিরভাগ প্রতিমা তৈরির কাজ ও প্রায় শেষ হয়ে গিয়েছে। কিছু প্রতিমার কাজ বাকি রয়েছে। সেগুলিও দ্রুত শেষ হয়ে যাবে।প্রতিমা শিল্পী সুভাষ পাল বলেন, "দুর্গা পুজার প্রতিমা তৈরির কাজ চলছে। কিন্তু সামনেই চলে এসেছে মনসা পূজো এবং বিশ্বকর্মা পুজো। তাই এই পুজোর মূর্তিগুলো বানানোর উপরেও জোর দিতে হচ্ছে প্রচুর। অনেকেই অগ্রিম অর্ডার দিয়ে গিয়েছেন প্রতিমার। সেই গুলি রেডি করে দিতে হবে। তার ওপর অর্ডার ছাড়াও তো প্রচুর প্রতিমা বানাতে হয়। আশা রাখছি এ বছর মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো ভালো হবে।"
advertisement

প্রতিমা শিল্পীরা গত দুই বছর একপ্রকার মানসিক কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন। বহু প্রতিমা শিল্পীরা তো এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশাও বেছে নিয়েছেন। তবে দুই বছর পর এই বছরে আবার কিছুটা আশার আলো চোখে পড়েছে প্রতিমা শিল্পীদের। সেটাকে আকড়ে ধরেই বাঁচতে চেষ্টা করছেন প্রতিমা শিল্পীরা। কোচবিহার কুমোরটুলির আরো এক প্রতিমা শিল্পী বাদল পাল বলেন, "বিগত দু'বছরের তুলনায় এ বছরে পুজো অনেকটাই ভালভাবে হচ্ছে। এ বছর পুজোর জন্য অগ্রিম অর্ডারও হয়েছে প্রচুর প্রতিমার। তাই আশা রাখছি এ বছর কিছুটা হলেও মুনাফার মুখ দেখতে পারব। আর সেই কারণে দিন-রাত্রি এক করে মূর্তি তৈরির কাজ করে চলেছি প্রতিনিয়ত।"

advertisement

আরও পড়ুন: নেই শিক্ষক! বিনা পারিশ্রমিকে সরকারি স্কুলে পড়াচ্ছেন গ্রামের এক বেকার যুবক!

তবে এ বছর দীর্ঘ দু'বছরের করোনা কাল অতিক্রম করে ভাল ভাবে দুর্গা পুজা হওয়ার ও আশা রয়েছে। তাই দুর্গা প্রতিমার কাজেরও চাপ রয়েছে প্রচুর। এই সমস্ত বিষয় নিয়ে বর্তমানে কোচবিহার কুমোরটুলিতে নিশ্বাস ফেলার পর্যন্ত সময় নেই কোন প্রতিমা শিল্পীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সার্থক পন্ডিত 

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: সামনেই মনসা ও বিশ্বকর্মা পুজো! কুমোরটুলিতে চলছে প্রতিমা তৈরির কাজ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল