প্রতিমা শিল্পীরা গত দুই বছর একপ্রকার মানসিক কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন। বহু প্রতিমা শিল্পীরা তো এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশাও বেছে নিয়েছেন। তবে দুই বছর পর এই বছরে আবার কিছুটা আশার আলো চোখে পড়েছে প্রতিমা শিল্পীদের। সেটাকে আকড়ে ধরেই বাঁচতে চেষ্টা করছেন প্রতিমা শিল্পীরা। কোচবিহার কুমোরটুলির আরো এক প্রতিমা শিল্পী বাদল পাল বলেন, "বিগত দু'বছরের তুলনায় এ বছরে পুজো অনেকটাই ভালভাবে হচ্ছে। এ বছর পুজোর জন্য অগ্রিম অর্ডারও হয়েছে প্রচুর প্রতিমার। তাই আশা রাখছি এ বছর কিছুটা হলেও মুনাফার মুখ দেখতে পারব। আর সেই কারণে দিন-রাত্রি এক করে মূর্তি তৈরির কাজ করে চলেছি প্রতিনিয়ত।"
advertisement
আরও পড়ুন: নেই শিক্ষক! বিনা পারিশ্রমিকে সরকারি স্কুলে পড়াচ্ছেন গ্রামের এক বেকার যুবক!
তবে এ বছর দীর্ঘ দু'বছরের করোনা কাল অতিক্রম করে ভাল ভাবে দুর্গা পুজা হওয়ার ও আশা রয়েছে। তাই দুর্গা প্রতিমার কাজেরও চাপ রয়েছে প্রচুর। এই সমস্ত বিষয় নিয়ে বর্তমানে কোচবিহার কুমোরটুলিতে নিশ্বাস ফেলার পর্যন্ত সময় নেই কোন প্রতিমা শিল্পীর।
সার্থক পন্ডিত