নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন, "মূলত মোদি সরকারের উড়ান স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা।" তবে শুভ উদ্বোধনের নির্ধারিত দিনের আগেই ছন্দপতন দেখা গেল বিমান পরিষেবার মধ্যে। পরিকাঠামোগত কিছু সমস্যা দেখা দিয়েছে কোচবিহার বিমানবন্দরে। মূলত সেই কারণের জেরেই দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা হয়েছে। অবশেষে তাই পিছিয়ে গেল শুভ উদ্বোধনের দিনক্ষণ। ফলে কলকাতা কোচবিহার বিমান পরিষেবা উপভোগ করতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কোচবিহারবাসিকে।
advertisement
কোচবিহার বিমানবন্দরের অফিসার মনোজ সরকার জানান, "পরিকাঠামোগত সমস্যা রয়েছে কিছু। তাই শুরু সময় কিছুটা পেছানো হয়েছে। দ্রুত সেটা শেষ করে ২১ তারিখ ভাষা দিবসের দিন পরিষেবা চালু করা হবে। "কলকাতা থেকে উড়ে এসে বিমানটি রোজ দুপুর ১২টা ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে পৌঁছবে। ফের যাত্রী তুলেই ১২টা ৩০ মিনিটে বিমানটি চলে যাবে কোচবিহার থেকে। বিমানের যাত্রাপথে বিমানটি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে কলকাতায় পৌঁছবে। প্রায় ২ ঘণ্টার মধ্যেই গন্তব্য স্থলে পৌঁছবে বিমানটি।
সার্থক পণ্ডিত