স্থানীয় বাসিন্দাদের অধিকাংশ অভিযোগের সুরে জানান, "দীর্ঘ চোদ্দ মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন তাঁরা। অথচ পিএইচই’র জল মিলছে না কোন ভাবেই। একপ্রকার বাধ্য হয়ে কুয়ো কিংবা টিউবওয়েলের অপরিশ্রুত জল পান করতে হচ্ছে তাদের। ফলে পেটের সমস্যাও লেগে রয়েছে নিত্যদিন। এই নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই) দফতরে আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি। বারংবার করা অভিযোগের পরেও কেন কাজ হচ্ছে না। সেই কারণেই এদের বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা।"
advertisement
আরও পড়ুন - দুঃস্থ মানুষদের কাছে তিনি হয়ে উঠেছেন মা, কালীপুজোর থিমে তিনিই, কে তিনি জানুন...
তবে এই গোটা ঘটনার বিষয়ে ওই এলাকার জনস্বাস্থ্য কারিগরি দফতরের স্টেশন ইনচার্জ মনেশ্বর রায়বীর জানান, "জামালদহ থেকে রানীরহাট রাস্তা সম্প্রসারণ করার কাজ করছে পূর্ত দফতর। তাই অনেক জায়গায় পানীয় জলের পাইপ ভেঙে গিয়েছে। সেই পাইপ ঠিক করার কাজও করা হচ্ছে। নতুন করে পাইপ বসানোর কাজও চলছে দ্রুত গতিতে। দ্রুত সেই কাজ শেষ হলেই পানীয় জলের সমস্ত সমস্যা মেটানো সম্ভব হবে। আমরা সেই দিকে নজর রাখছি।"
আরও পড়ুন - Cyclone Sitrang Alert: কবে, কখন, কোথায় সাইক্লোন সিত্রাং, রইল ঘূর্ণিঝড়ের পুরো গতির আপডেট
তবে দীর্ঘদিন ধরে চলতে থাকা পানীয় জলের এই সমস্যার কারণে এলাকাবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীদের সকলের একটাই বক্তব্য, "দ্রুত আমাদের এই পরিশ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করা হোক। এবং আমাদের পরিচিত পানীয় জলের নিয়মিত ব্যবস্থা করা হোক। অন্যথায় আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব।"
Sarthak Pandit