TRENDING:

Cooch Behar News: বিদ্যালয়ের পোষাকের রং বদলের প্রতিবাদে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিছিল

Last Updated:

স্কুলের পোষাকের রং বদলের প্রতিবাদে এবার সকলে একসাথে হয়ে পথে নামল কোচবিহারের বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চ কোচবিহার নামে সংগঠন তৈরি করে আন্দোলন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: স্কুলের পোষাকের রং বদলের প্রতিবাদে এবার সকলে একসাথে হয়ে পথে নামল কোচবিহারের বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চ কোচবিহার নামে সংগঠন তৈরি করে আন্দোলনে নামল তারা। মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা। মিছিল কোচবিহার শহরের বিভিন্ন পথ দিয়ে হয়ে সদর মহকুমা শাসক দফতরে গিয়ে শেষ হবে।
বিদ্যালয়ের পো
বিদ্যালয়ের পো
advertisement

কোচবিহারের বিভিন্ন ঐতিহ্যবাহী স্কুলের প্রাক্তনরা এই মিছিলে সামিল হয়েছেন। মিছিলে কোচবিহার সদরের মোট ৯টি স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বিদ্যালয় প্রাক্তন যৌথ মঞ্চ পক্ষ থেকে তাদের দাবি। রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের ঐতিহ্য কে নষ্ট করছে। যেটা কোন ভাবে আমরা মানছি না। তাই আমরা স্মারকলিপি প্রদান করলাম পুজোর পরে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে। ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়েই বিদ্যালয়ের পোশাক পরিবর্তন কে কেন্দ্র করে আন্দোলন সংঘটিত হয়েছে। কোচবিহার জেলা ও তার থেকে বাদ পড়েনি।

advertisement

আরও পড়ুন -   Murshidabad News: পুজোর মুখেই ফের গঙ্গা ভাঙনের কবলে সামশেরগঞ্জ,আতঙ্কে গ্রামবাসীরা

বিশেষ করে কোচবিহার শহর হেরিটেজ টাউন হওয়ার কারণে বেশিরভাগ বিদ্যালয়ের রাজ আমলের। যে কারণে তার গৌরব এবং ঐতিহ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের যে নতুন পোশাক ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে। সেটা অত্যন্ত নিম্ন মানের। শুধু তাই নয়, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের তরফে ইতিমধ্যে সদর মহাকুমা শাসক কে একটি স্মারী প্রদান করা হয়েছে যা মুখ্যমন্ত্রী কে পাঠানোর কথা রয়েছে।পোশাক গুলিতে বিদ্যালয়ের নিজস্ব কোন লোগো বা বিদ্যালয়ের কোন ব্যাজ নেই। শুধুমাত্র বিশ্ব বাংলার একটি লোগো রয়েছে।

advertisement

তাই নিয়ে আরও ক্ষোভের সৃষ্টি হয়েছে ছাত্র-ছাত্রী এবং অভিভাবক সহ প্রাক্তনীদের মধ্যে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শংকর পন্ডিত, সুমন্ত সাহা, দিলীপ সরকার, স্নেহা গুহ রায়, দীপান্বিতা কার্জিরা জানান, "প্রতিটি বিদ্যালয়ের পোশাক সেই বিদ্যালয়ের গর্ব। আমরা চাই সরকার অবিলম্বে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করুক। নাহলে আমরা আরোও বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বিদ্যালয়ের পোষাকের রং বদলের প্রতিবাদে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল