দিনহাটা-২ ব্লকের বামনহাট-১ পঞ্চায়েতের পাথরশন মহাদেবের পাট এলাকায় বুধবার সকালে একটি বাঁশের মাচার নিচে পড়ে থাকতে দেখা যায় এই তাজা বোমা। ওই বাঁশের মাচায় এলাকার লোকজন বসে প্রতিদিন বিকেলে গল্পগুজব করে। ফলে আতঙ্ক আরও তীব্র হয়েছে। গ্রামবাসীদের দাবি, বোমাটি চোখে না পড়লে বড় বিপদ ঘটতে পারতো।
আরও পড়ুন: গ্রামের লড়াইয়ে ‘হিট’ TMC! অনেক পিছিয়ে BJP-বাম, দেখুন কোন দলের পকেটে কত আসন
advertisement
স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব এবং ভোটের দিন বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে এই এলাকা। মঙ্গলবার ভোট গণনার পর দেখা যায় গোটা এলাকায় বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল। তারপর থেকেই থমথমে হয়ে আছে গ্রাম। তবে আর কোনও অশান্তি হয়নি। তারপর এদিন সকালে গ্রামবাসীদের একাংশই ওই বাঁশের মাচার নিচে বোমাটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায়।
কোচবিহার খবর (Cooch Behar News)
সার্থক পণ্ডিত