TRENDING:

Suvendu Adhikari: হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর! দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে আপাতত নয় NIA তদন্ত

Last Updated:

সব শুনে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলাকারীদের উদ্দেশ্যে বলেন, ‘‘বিস্ফোরণ হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এটা এরাজ্যে নতুন নয়। গোটা দেশেই বাজি কারখানায় এই ধরনের বেআইনি কাজ হয়। সবে পরশু দিন ঘটনা ঘটেছে। এমন তো নয় যে অনেক দিনের ঘটনা, তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না।’’ তাই আপাতত, পুলিশের তদন্তে আদালত হস্তফেপ করবে না বলে জানানো হয় বেঞ্চের তরফে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দত্তপুকুর বিস্ফোরণ নিয়ে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, দু’দিন আগে এই ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করতে শুরু করেছে। তদন্ত এখনও প্রাথমিক অবস্থায়। আদালত তাই এখন এবিষয়ে হস্তক্ষেপ করছে না। অতঃপর, আপাতত, রাজ্যের হাতেই রইল তদন্তভার৷
advertisement

গত সোমবারই দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি৷ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী৷ উভয়েই ঘটনায় সিবিআই এবং এনআইএ তদন্তের আবেদন জানিয়েছিলেন৷

আরও পড়ুন: বন্ধ ইটভাটার আড়ালেই গুছিয়ে বাজি তৈরির বেআইনি কারবার! দত্তপুকুর কাণ্ডে পুলিশের নজরে অস্থায়ী ছাউনি

advertisement

এদিন আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র আইনজীবীও৷ তিনি আদালতে জানান, গত সোমবার NIA-র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকারীদের সঙ্গে কথা বলেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বিস্ফোরক আইন (Explosive Substances Act) প্রয়োগ করা হয়নি বলে জানান NIA-র আইনজীবী। তাঁর দাবি, বদলে দত্তপুতুরের ঘটনায় Fire Safety Act যুক্ত করা হয়েছে, যার গুরুত্ব বা অভিযুক্তের সাজা অনেকটাই কম৷

advertisement

আরও পড়ুন: র‍্যাগিংয়ের বিরুদ্ধে আন্দোলনে আবার পথে এসএফআই, প্রথমসারিতে যাদবপুরের প্রাক্তনী মহম্মদ সেলিম

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

সব শুনে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলাকারীদের উদ্দেশ্যে বলেন, ‘‘বিস্ফোরণ হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এটা এরাজ্যে নতুন নয়। গোটা দেশেই বাজি কারখানায় এই ধরনের বেআইনি কাজ হয়। সবে পরশু দিন ঘটনা ঘটেছে। এমন তো নয় যে অনেক দিনের ঘটনা, তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না।’’ তাই আপাতত, পুলিশের তদন্তে আদালত হস্তফেপ করবে না বলে জানানো হয় বেঞ্চের তরফে৷

advertisement

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Suvendu Adhikari: হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর! দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে আপাতত নয় NIA তদন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল