গত সোমবারই দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি৷ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী৷ উভয়েই ঘটনায় সিবিআই এবং এনআইএ তদন্তের আবেদন জানিয়েছিলেন৷
advertisement
এদিন আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র আইনজীবীও৷ তিনি আদালতে জানান, গত সোমবার NIA-র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকারীদের সঙ্গে কথা বলেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বিস্ফোরক আইন (Explosive Substances Act) প্রয়োগ করা হয়নি বলে জানান NIA-র আইনজীবী। তাঁর দাবি, বদলে দত্তপুতুরের ঘটনায় Fire Safety Act যুক্ত করা হয়েছে, যার গুরুত্ব বা অভিযুক্তের সাজা অনেকটাই কম৷
সব শুনে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলাকারীদের উদ্দেশ্যে বলেন, ‘‘বিস্ফোরণ হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এটা এরাজ্যে নতুন নয়। গোটা দেশেই বাজি কারখানায় এই ধরনের বেআইনি কাজ হয়। সবে পরশু দিন ঘটনা ঘটেছে। এমন তো নয় যে অনেক দিনের ঘটনা, তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না।’’ তাই আপাতত, পুলিশের তদন্তে আদালত হস্তফেপ করবে না বলে জানানো হয় বেঞ্চের তরফে৷