Barasat Blast: বন্ধ ইটভাটার আড়ালেই গুছিয়ে বাজি তৈরির বেআইনি কারবার! দত্তপুকুর কাণ্ডে পুলিশের নজরে অস্থায়ী ছাউনি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
ইটভাটার ভিতরে থাকা এই ছাউনিগুলি থেকে যাতে কোনও ভাবেই কোন্য তথ্যপ্রমাণ এদিকওদিক না হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে পুলিশ৷ Dont cross ফিতে দিয়ে আটকে দেওয়া হয়েছে বন্ধ ইটভাটার মূল গেট।
দক্ষিণবঙ্গ: বন্ধ ইটভাটা৷ আর তার ভিতরেই ক’টা বাঁশ আর প্লাস্টিক দিয়ে ছোট ছোট অস্থায়ী ছাউনি৷ আর তাতেই তৈরি হত বাজি, প্রাথমিক ভাবে মজুতও করা হতো এখানেই। দত্তপুকুর বিস্ফোরণের ঘটনায় এই ছাউনিগুলির কথা আগেই জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ এবার এগুলির দিকে বিশেষ নজর দিলেন তদন্তকারীরাও৷ সূত্রের খবর, তদন্তকারীরা মনে করছেন, এই ছাউনিগুলোর মধ্যে বিস্ফোরণের ঘটনা সংক্রান্ত আরও তথ্য লুকিয়ে থাকতে পারে৷
সূত্রের খবর, বাঁশ এবং প্লাস্টিক দিয়ে করা এই অস্থায়ী ছাউনিগুলোই আদতে ছিল কেরামতদের অবৈধ বাজি কারখানার ল্যাবরেটরি৷ এখানেই বাজি তৈরির যাবতীয় সরঞ্জাম রাখা থাকত৷ তৈরি হত বাজিও৷
ঘটনাস্থলে বারুদ এবং বাজি তৈরির সরঞ্জাম ছাড়াও কিছু ‘সন্দেহজনক’ রাসায়নিক পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর৷ এমনকি, রাখা থাকত স্টোনচিপসও৷ এ ছাড়া এখানে তৈরি করা কিছু বাজি এখনও মজুত রয়েছে৷ সেগুলিও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: র্যাগিংয়ের বিরুদ্ধে আন্দোলনে আবার পথে এসএফআই, প্রথমসারিতে যাদবপুরের প্রাক্তনী মহম্মদ সেলিম
সব মিলিয়ে গত রবিবার দত্তপুকুরের নীলগঞ্জের ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনার পিছনে কী লুকিয়ে রয়েছে, তার হদিস পেতে এই ছাউনিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা৷ সেই কারণেই মঙ্গলবার এই বন্ধ ইটভাটার গোটাটাই ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফে৷
advertisement
ইটভাটার ভিতরে থাকা এই ছাউনিগুলি থেকে যাতে কোনও ভাবেই কোনও তথ্যপ্রমাণ এদিকওদিক না হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে পুলিশ৷ Dont cross ফিতে দিয়ে আটকে দেওয়া হয়েছে বন্ধ ইটভাটার মূল গেট।
advertisement
গত রবিবার দত্তপুকুরের নীলগঞ্জে একটি বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে৷ ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ গ্রেফতার করা হয়েছে এক জনকে৷ সাসপেন্ড দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ এবং নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা৷ গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে এআইএ-র এক প্রতিনিধি দল৷ তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাবে বলে সূত্রের খবর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 29, 2023 12:31 PM IST