কোচবিহার কোতোয়ালি থানা সংলগ্ন এলাকায় কি করে এক ব্যক্তি মৃত অবস্থায় নর্দমার জলে ভাসছেন সে বিষয় নিয়ে রীতিমত ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এবং সেই ব্যক্তিকে সনাক্তকরণ করতে না পারার ফলে তিনি কোথা থেকে এসেছেন এবং কেমন করে এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে সে বিষয়টি জানা সম্ভব হয়নি। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। এছাড়াও কোতোয়ালি থানার পুলিশ ওই ব্যক্তির পরিচয় এর জন্য খোঁজ শুরু করে দিয়েছে। থানা থেকে জানানো হয়েছে, "এলাকায় কিছু মদ বিক্রির দোকান রয়েছে। তাই এই মৃত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় নর্দমায় পড়ে গিয়ে মারা গিয়েছেন কিনা সেটা ময়নাতদন্তের পরেই বলা যাবে।"
advertisement
আরও পড়ুন: Follina-য় কাবু মাইক্রোসফট অফিস! অভিযোগের আঙুল চিনা সরকারের দিকে!
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি বলেন, "রাতে এলাকায় দাড়িয়ে গল্প করছিলেন তারা। হঠাৎ তাদের মধ্যে এক ব্যাক্তি নর্দমার দিকে যান। যাওয়ার পর, তিনি সেই মৃত ব্যক্তিকে নর্দমার জলে ভাসতে দেখেন। তারপর তিনি এসে বাকি সবাইকে জানালে আমরা তৎক্ষণাৎ কোচবিহার কোতোয়ালি থানায় খবর দিই। এবং থানার পুলিশ এসে মৃতদেহটিকে নিয়ে যায়। কিন্তু সেই মৃত ব্যক্তির পরিচয় জানতে পারা যায়নি।"
সার্থক পন্ডিত






