গোটা ঘটনার বিষয় নিয়ে মাথাভাঙা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, "ভারত-বাংলাদেশ সীমান্তে এক পাচারকারীর পায়ে গুলি চালায় বিএসএফ। এবং তাকে গ্রেফতার করা হয় বিএসএফের পক্ষ থেকে। তারপর পুলিশের কাছে খবর পাঠানো হয়। সেই বাংলাদেশের পাচারকারী ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সূত্র মারফত জানতে পারা গিয়েছে, আহত ওই বাংলাদেশি ব্যক্তির নাম মহম্মদ আলম এবং তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলার ইসলামপুর ডাঙাপাড়া এলাকায়। তবে অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ভারত-বাংলাদেশ সীমান্তে অতি সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা।
advertisement
আরও পড়ুন : কনের তর্জনীর সিঁদুর বরের কপালে, কন্যাদান প্রথা বাদ দিয়ে মহিলা পুরোহিতের উপস্থিতিতে ছকভাঙা বিয়ে
তা রুখতে রীতিমত সক্রিয় ভূমিকা পালন করে চলেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। কোচবিহার জেলা ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় এখানে পাচারকারীদের দৌরাত্ম্য বেশি লক্ষ করা যায়। তবে পুলিশি তৎপরতা ও বর্ডার সিকিউরিটি ফোর্সের তৎপরতার কারণে পাচারকারীদের পাচারে ছক বেশিরভাগ সময় রুখে দেওয়া সম্ভব হয়।
আরও পড়ুন : ভালবাসার টানে আয়ারল্যান্ড থেকে সুন্দরবনে চলে এসেছেন এক তরুণী
তবে এদিনের এই পাচারকারীদের ওপর গুলি চালানোর বিষয় নিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি । বর্তমানে গুরুতর আহত অভিযুক্ত বাংলাদেশি পাচারকারীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।






