তুফানগঞ্জ শহরের যানজট কমাতেই শহর থেকে তিন কিলোমিটার দূরে, উত্তরে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ধারে কালীবাড়ি এলাকায় এই বাস টার্মিনাসটি গড়ে তোলা হয়। এই তিনতলা বিশিষ্ট বাস টার্মিনাসের নিচের তলায় মোট আটটি বাস দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। দোতলা ও তিন তলায় স্টল ভাড়া দেওয়ার কথা। এর আগেও এখাানে একটি অস্থায়ী বাস টার্মিনাস তৈরি করা হয়েছিল। তবে পর্যাপ্ত বাসের অভাবে তা কিছু দিন পরই বন্ধ হয়ে যায়। এবারও কি ওই একই পরিস্থিতি তৈরি হবে? ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: কলকাতা বইমেলা শেষ হতে না হতেই আবার বইপ্রেমীদের মনে পড়ল দোলা!
প্রায় ৪ কোটি ৯৬ লক্ষ ৯১ হাজার ৯৭৬ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে এই বাস টার্মিনাসটি। স্বাভাবিকভাবেই সেটি কাজে না লাগায় ক্ষুব্ধ এলাকার মানুষ। তবে এই বিষয়ে তুফানগঞ্জ ১ ব্লকের সরকারি আধিকারিকদের বক্তব্য, "এখানে সরকারি এবং বেসরকারি দুই ধরনের বাসই দাঁড়াবে। তবে সঠিক পরিকাঠামের অভাবে তা এখনও চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত শুরু করা হবে।"
এদিকে এই বাস টার্মিনাস ঘিরে এলাকার মানুষের অনেক স্বপ্ন। তাঁদের দাবি, এই বাস টার্মিনাস শুরু করা হলে এই গোটা এলাকার উন্নয়ন হবে। তাতে এলাকার সমস্ত মানুষের উপকার হবে। তাই এই টার্মিনাস দ্রুত শুরু করার ব্যবস্থা করা হোক। বলে জানিয়েছেন স্থানীয় মানুষেরা। এতে এলাকার দোকান বাজারের বিক্রিবাটা বাড়বে বলেও তাঁদের আশা।
সার্থক পণ্ডিত





