TRENDING:

অতিরিক্ত ওজন হলে এবার পরীক্ষায় কাটা যাবে নম্বর, চালু নয়া নিয়ম

Last Updated:

অতিরিক্ত ওজন হলে এবার নম্বর কাটা যাবে পরীক্ষায়, চালু হল নয়া নিয়ম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #বেজিং: ওজন বাড়তি হলেই কাটা যাবে নম্বর ৷ পড়ুয়াদের মধ্যে স্থূলতা অর্থাৎ ওবেসিটি রুখতে কড়া পদক্ষেপ নিল চিন ৷ আমাদের প্রতিবেশী দেশের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে সুস্থ থাকার জন্য সচেতনতা বাড়িয়ে তুলতে নিল অভিনব পদক্ষেপ ৷
advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, চিনের এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে দেহের হাইট অনুযায়ী ওজন সামঞ্জস্যপূর্ণ না হলেই কাটা যাবে নম্বর ৷ অতিরিক্ত ওজনের জন্য পরীক্ষার্থীদের নম্বর কেটে নেবে বিশ্ববিদ্যালয় ৷

জাঙ্ক ফুড, রেডি টু ইট খাবারের প্রতি আকর্ষণই ছোট ছোট পড়ুয়াদের ওজন বাড়িয়ে তুলছে ৷ ওবেসিটির কারণে কম বয়সেই শরীরে হানা দিচ্ছে উচ্চ রক্তচাপ, সুগারের মতো অসুখ ৷ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থতা সম্পর্কে সচেতন করতেই এই পদক্ষেপ বলে জানিয়ে জিয়াংসু প্রদেশের নানজিয়াং কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

advertisement

অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ কোর্সও চালু করা হয়েছে ৷ ওজন কমাতে ব্যায়ামের প্রতি কিশোর-কিশোরীদের আগ্রহ জাগিয়ে তোলাই এই কোর্সের উদ্দেশ্য ৷ ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ঝৌ কুয়ানফু জানিয়েছেন, নতুন নিয়ম চালু হওয়ার পর পড়ুয়াদের ৬০ শতাংশ নম্বরই ওজন কত তার ওপর নির্ভরশীল ৷ হাইট ও ওজন অনুযায়ী নির্দিষ্ট ওজনের অতিরিক্ত থাকলেই পড়ুয়াদের অন্তত ৭ শতাংশ নম্বর পেতে হবে ৷ তবেই এই কোর্সে পাশ করা যাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লাভজনক বিকল্প চাষে খুলে গেল কৃষকের ভাগ্য! বিশেষ ডাল চাষ করে হাতে আসছে ভাল টাকা
আরও দেখুন

মার্কশিটে নম্বর কাটা আটকাতে পড়াশোনার পাশাপাশি এখন ফিটনেস নিয়েও সচেতন হয়ে পড়ুয়ারা ৷ বাড়তি ওজন ঝরাতে ট্রেডমিলে দৌড়নো থেকে ডায়েট চার্ট মেনে খাবার খাওয়া সবই শুরু করেছেন তারা ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
অতিরিক্ত ওজন হলে এবার পরীক্ষায় কাটা যাবে নম্বর, চালু নয়া নিয়ম