আধুনিক প্রযুক্তিতে গ্রামীণ শিল্প সামগ্রী মানুষের ব্যবহার উপযোগী করে দারুন ভাবে চাহিদা বাড়ানো। এ সমস্ত শিল্প সামগ্রী দেশ-বিদেশে ব্যাপক চল, গ্রামে তৈরি সামগ্রী বর্তমানে মানুষের নজর কেড়েছে। আগামী দিনে আরও উজ্জল ভবিষ্যৎ এতে।
আরও পড়ুন: শিশুদের জন্য এবার ১০,৮০০ টাকার FD, কী কী বিশেষ সুবিধা মিলবে
সেইদিক গুরুত্ব রেখেই নতুন প্রজন্মকে এই কাজে যুক্ত করার ভাবনা। সৌখিন মাটির নানা সামগ্রী, বিভিন্ন সামগ্রী দিয়ে হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর।প্রায় ১৫টি স্কুলের নবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে সপ্তাহ অন্তর বা ১৫ দিন অন্তর প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মধ্যে নানা বিষয়ে প্রতিভা খোঁজ করে প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: অনলাইনে Aadhaar আপডেটের জন্য গুগলে সার্চ, তারপরেই উধাও টাকা; সচেতন থাকবেন কীভাবে?
মাটির সহ নানা গ্রামীণ শিল্প সামগ্রী তৈরীর পাশাপাশি কম্পিউটার ডিজিটাল মার্কেটিং ফটোগ্রাফি সহ নানা বিষয়ে স্বচ্ছ অবস্থা থেকে ধারণা তৈরি করে তাদের সে বিষয়ে স্বনির্ভর করা হবে। প্রশিক্ষিত হয়ে শহর নয়, গ্রামেই হাতে কাজ পাবেন তারা।এ প্রসঙ্গে উদ্যোক্তা সংবিদ গোলুই জানান, গ্রামের প্রতিভা গ্রামেই কাজ পাবে। গ্রামীণ প্রতিভাকে প্রকৃত শিক্ষায় জ্ঞান অর্জনের মাধ্যমে স্বনির্ভর করা মূল্য ‘ গ্রামের ভবিষ্যৎ’।
রাকেশ মাইতি