TRENDING:

সৌখিন মাটির জিনিস বানিয়েই স্বনির্বরতার পথ দেখছে তরুণ প্রজন্ম! হাওড়ার গ্রামে রোজগারের নতুন দিশা

Last Updated:

গ্রামের বহু যুবক আশার আলো দেখছে, সেদিক লক্ষ্য রেখে কয়েকশো স্কুল পড়ুয়াকে নিয়ে চলছে প্রশিক্ষণ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: যুবদের ভবিষ্যৎ উজ্জ্বল গ্রামেই! গ্রামের বহু যুবক আশার আলো দেখছে। সেদিক লক্ষ্য রেখে কয়েকশো স্কুল পড়ুয়াকে নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকে। ক্রাফ্ট লিপির হাত ধরে এই প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে। অভিনব ভাবনায় যুব সমাজকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ‘ গ্রামের ভবিষ্যৎ ‘।
advertisement

আধুনিক প্রযুক্তিতে গ্রামীণ শিল্প সামগ্রী মানুষের ব্যবহার উপযোগী করে দারুন ভাবে চাহিদা বাড়ানো। এ সমস্ত শিল্প সামগ্রী দেশ-বিদেশে ব্যাপক চল, গ্রামে তৈরি সামগ্রী বর্তমানে মানুষের নজর কেড়েছে। আগামী দিনে আরও উজ্জল ভবিষ্যৎ এতে।

আরও পড়ুন: শিশুদের জন্য এবার ১০,৮০০ টাকার FD, কী কী বিশেষ সুবিধা মিলবে

সেইদিক গুরুত্ব রেখেই নতুন প্রজন্মকে এই কাজে যুক্ত করার ভাবনা। সৌখিন মাটির নানা সামগ্রী, বিভিন্ন সামগ্রী দিয়ে হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর।প্রায় ১৫টি স্কুলের নবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে সপ্তাহ অন্তর বা ১৫ দিন অন্তর প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মধ্যে নানা বিষয়ে প্রতিভা খোঁজ করে প্রশিক্ষণ দেওয়া হবে।

advertisement

View More

আরও পড়ুন: অনলাইনে Aadhaar আপডেটের জন্য গুগলে সার্চ, তারপরেই উধাও টাকা; সচেতন থাকবেন কীভাবে?

মাটির সহ নানা গ্রামীণ শিল্প সামগ্রী তৈরীর পাশাপাশি কম্পিউটার ডিজিটাল মার্কেটিং ফটোগ্রাফি সহ নানা বিষয়ে স্বচ্ছ অবস্থা থেকে ধারণা তৈরি করে তাদের সে বিষয়ে স্বনির্ভর করা হবে। প্রশিক্ষিত হয়ে শহর নয়, গ্রামেই হাতে কাজ পাবেন তারা।এ প্রসঙ্গে উদ্যোক্তা সংবিদ গোলুই জানান, গ্রামের প্রতিভা গ্রামেই কাজ পাবে। গ্রামীণ প্রতিভাকে প্রকৃত শিক্ষায় জ্ঞান অর্জনের মাধ্যমে স্বনির্ভর করা মূল্য ‘ গ্রামের ভবিষ্যৎ’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সৌখিন মাটির জিনিস বানিয়েই স্বনির্বরতার পথ দেখছে তরুণ প্রজন্ম! হাওড়ার গ্রামে রোজগারের নতুন দিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল