শিশুদের জন্য এবার ১০,৮০০ টাকার FD, কী কী বিশেষ সুবিধা মিলবে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কী কী বিশেষ সুবিধা মিলবে জেনে নিন-
নয়াদিল্লি: আমাদের দেশে নবজাতক শিশুদের মৃত্যুর হার অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে গুনমান সম্পন্ন খাবারের অভাব, বসবাসের জর্জরতা ইত্যাদি নানা কারণে দেশে শিশুর মৃত্যুর হার অনেকটাই বেশি। সম্প্রতি শিশুদের উন্নতির কথা মাথায় রেখে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সোমবার একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন যার অধীনে সরকারের তরফে নবজাতকের নামে ১০,৮০০ টাকার এফডি করা হবে।
এফডি মানে ফিক্সড ডিপোজিট। এটি ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান দ্বারা প্রদত্ত এক ধরনের বিনিয়োগ যা গ্রাহককে একটি নির্দিষ্ট সময়ের জন্য পূর্বনির্ধারিত সুদের হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করার সুযোগ দেয়।
আরও পড়ুন: সুখবর! অল্প সময়ে দ্বিগুণ লাভ, দেখে নিন কী করতে হবে
advertisement
সোরেং জেলায় ‘জন ভরোসা সম্মেলনে’ উপস্থিত থাকাকালীন প্রদত্ত ভাষণে তামাং রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ‘সিকিম শিশু সমৃদ্ধি যোজনা’ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হলে এবং সন্তান ১৮ বছর বয়সের হলে ওই টাকা তোলার অধিকারী হবে।
advertisement
২০১১ সালের আদমসুমারি অনুসারে সিকিম রাজ্যের জনসংখ্যা দেশের সর্বনিম্ন ৬ লক্ষ ১০ হাজার। তামাংয়ের সরকার রাজ্যের বয়ঃপ্রাপ্ত জনসংখ্যা নিয়ে উদ্বেগ দূর করার জন্য দম্পতিদের আরও বেশি সংখ্যক বাচ্চা নিতে উৎসাহিত করছে। এর জন্য সিকিম সরকার বেশ কয়েকটি পদক্ষেপও নিয়েছে।
advertisement
এর মধ্যে রয়েছে দুই বা তিন সন্তানের সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ইনক্রিমেন্ট, মহিলা সরকারি কর্মচারীদের এক বছরের মাতৃত্বকালীন ছুটি এবং কর্মহীন মায়েদের জন্য আর্থিক অনুদান।
স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নিম্ন জন্মহার সিকিমে একটি গুরুতর উদ্বেগের বিষয়। এই প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনতে তিনি এবং তাঁর সরকার নানা পদক্ষেপ নিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
সোরেং-এর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন যে, প্রায় ২৫,০০০ অস্থায়ী সরকারি কর্মচারী যাঁরা চার বছর চাকরি করেছেন তাঁরা ২৯ ফেব্রুয়ারি রংপোতে নিয়মিতকরণের জন্য স্মারকলিপি পাবেন।
এই মাসের শুরুতে, রাজ্য মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের নিয়মিতকরণ এবং পুরনো পেনশন প্রকল্প পুনরুদ্ধারের বিষয়ে অনুমোদন দিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2024 2:56 PM IST