আরও পড়ুন: এ-বার থেকে বেপরোয়া ভাবে গাড়ি চালালে শাস্তি স্বরূপ দিতে হবে বেশি প্রিমিয়াম!
কর্পোরেট ফিক্সড ডিপোজিট কী?
এক ধরনের স্থায়ী আমানত হল কর্পোরেট এফডি। আর এটা সাধারণত জারি করতে পারে নন-ব্যাঙ্কিং কোম্পানি-সহ হাউজিং ফিনান্স কোম্পানি অথবা অন্যান্য নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলি (NBFCs)। আসলে এগুলি হল সেই উপকরণ, যার মাধ্যমে কোম্পানিগুলি জনসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রহ করে। এই আমানতগুলিকে তাদের বিশ্বাসযোগ্যতার জন্য রেটিং এজেন্সি দ্বারা রেট দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: facebook-WhatsApp-এই ব্যাঙ্ক জালিয়াতির নয়া ফাঁদ! সতর্কতা দেশের এই বড় ব্যাঙ্কের
৫ কোটি টাকার নিচে জমার উপর SCUF ও STFC-এর ফিক্সড ডিপোজিটের হার কত?
- ১৫ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৬.৭৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেওয়া হয় ৭.২৫ শতাংশ সুদ
- ২৪ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৬.৭৫ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৭.২৫ শতাংশ
- ৩০ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৭.৭৫ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেওয়া হয় ৮.২৫ শতাংশ সুদ
- ৩৬ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৭.৭৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেওয়া হয় ৮.২৫ শতাংশ সুদ
- ৪৫ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৭.৮০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৮.৩০ শতাংশ
- ৪৮ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৭.৮০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৮.৩০ শতাংশ
- ৬০ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৭.৯০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৮.৪০ শতাংশ
১২ মাসের মেয়াদে জন সাধারণের ক্ষেত্রে দেওয়া হয় ৬.৫০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেওয়া হয় ৭.০০ শতাংশ সুদ
আরও পড়ুন: গ্রাহকদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল এই ব্যাঙ্ক
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার কী?
SCUF ও SRFC-এর দেওয়া সুদের হারে কমপক্ষে ১৫ মাসের জন্য বিনিয়োগ করলে বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করা সম্ভব। এ-ছাড়া, ফিক্সড ডিপোজিটের উপর বিভিন্ন ব্যাঙ্কের দেওয়া সুদের হারের চেয়েও বেশি SCUF ও SRFC-এর সুদের হার। উদাহরণস্বরূপ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) মেয়াদকালের উপর নির্ভর করে ৩.০০ থেকে ৫.২৫ শতাংশ হারে সুদ দেয়। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের দেওয়া সুদের হারের পরিমাণ প্রায় ৩.৫০ থেকে ৬.০৯ শতাংশ। এইচডিএফসি ব্যাঙ্ক ২ কোটি টাকার নিচে জমার উপর দেয় ২.৫০ থেকে ৬.০০ শতাংশ সুদের হার। আইসিআইসিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ২.৫০ থেকে ৫.৭৫ শতাংশ হারে সুদ দেয়।