পশু পালন করলেই এবার কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন লোন। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে যে কোন পশু পালন করলেই পশুপালকরা পেয়ে যাবেন অতি অল্প সুদে দুই লক্ষ টাকারও বেশি লোন। ভেটেরিনারি অফিসার ড: কয়েল চৌধুরী জানান, যে কোনও প্রাণী পালক কিংবা যারা দুগ্ধ সংস্থায় দুধ সরবরাহ করে, অথবা যাদের জমি কিংবা খামার রয়েছে তারা প্রত্যেকেই ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যেই খুব সহজে ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন ।
advertisement
আরও পড়ুন: সোনা কেনার সময় সাবধান ! আজকাল এভাবে ঠকাচ্ছে জুয়েলার্সরা, আপনি শুধু এই টিপসগুলো মাথায় রাখুন
দুটা গরুর জন্য -৮১,৫২০ টাকা, ১০ টি ছাগলের জন্য-২৩,৯০০ টাকা, ১০০০ টি মুরগির জন্য ২,২০,০০০ টাকা, এবং ৪ টি শুকরের জন্য ৬৫,০০০ টাকা, ও হাঁসের বাচ্চার জন্য ৯৩৫৫০ টাকা লোন পাওয়া যাবে।
এই লোনগুলি নিলে সাধারণ সুদের হার ৭ শতাংশ কিন্তু সময়মত শোধ করলে তিন শতাংশ হারে সুদ ধার্য্য হয়।এই লোনগুলো পেতে হলে আপনাকে প্রাণিসম্পদ বিকাশ বিভাগ, কিংবা গ্রামীণ ব্যাংক অথবা সমবায় ব্যাংকে যোগাযোগ করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই নিজের জমির এবং নিজের পরিচয় এর জন্য প্রমাণপত্র। ব্যাংকের পাস বইয়ের জেরক্স কপি, দু কপি ফটো, প্যান কার্ড এই সমস্ত জিনিসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে।
পিয়া গুপ্তা