TRENDING:

Mutual Funds Investment: মাসে মাত্র ১০০০ টাকা জমিয়ে কোটিপতি! দেখে নিন সম্পূর্ণ হিসেব!

Last Updated:

Mutual Funds Investment: বিনিয়োগকারী প্রতিমাসে মাত্র হাজার টাকা জমিয়ে কোটিপতি হতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জনপ্রিয় মাধ্যম হল এসআইপি কিংবা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এতে মাসিক, ত্রৈমাসিক বা ৬ মাসে একবার কিস্তির টাকা জমা করতে হয়। মেয়াদ শেষে মেলে মোটা অঙ্কের রিটার্ন। বিনিয়োগকারী প্রতিমাসে মাত্র হাজার টাকা জমিয়ে কোটিপতি হতে পারেন। এর জন্য শুধু এসআইপি করতে হবে।
advertisement

আরও পড়ুন: ফের দাম বাড়ল সোনা ও রুপোর, চেক করে নিন আজ গোল্ডের লেটেস্ট রেট

সেবি-র (SEBI) কর এবং বিনিয়োগ বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি বলছেন, ‘মাত্র হাজার টাকার মাসিক মিউচুয়াল ফান্ড এসআইপি-র মাধ্যমে একজন বিনিয়োগকারী কোটিপতি হতে পারেন। যারা সদ্য কর্মজীবন শুরু করেছেন তাঁদের জন্য এটা আদর্শ। এসআইপি-র মাধ্যমে দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কোনও বিকল্প নেই। তবে এই ধরনের বিনিয়োগকারীদের মাসিক বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়’।

advertisement

বার্ষিক এসআইপি স্টেপ-আপ একজন বিনিয়োগকারীকে তার মাসিক এসআইপি পরিমাণ সর্বনিম্ন স্তরে রাখতে সাহায্য করে। কতটা বার্ষিক মিউচুয়াল ফান্ড এসআইপি স্টেপ-আপ বজায় রাখা যেতে পারে? সোলাঙ্কি বলেছেন ‘এটা বিনিয়োগকারীর মাসিক আয় এবং ব্যয়ের উপর নির্ভর করে। তবে এর অনুপাত ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত হতে পারে। যদি কোনও বিনিয়োগকারী এসআইপি স্টেপ-আপ ১০ থেকে ১৫ শতাংশ বজায় রাখতে পারেন তাহলে প্রতি মাসে ১০০০ টাকার এসআইপি-তে তিনি ২৫ থেকে ৩০ বছরের মধ্যে কোটিপতি হতে পারেন’। সোলাঙ্কির মতে, ২৫ থেকে ৩০ বছরের জন্য ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কমপক্ষে ১৫ শতাংশ বার্ষিক রিটার্ন আশা করা যেতে পারে।

advertisement

আরও পড়ুন: শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, তবে এই কৃষকরা পাবেন না ১১তম কিস্তির টাকা

মাইফান্ডবাজার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও বিনীত খান্ডার বলছেন, একজন বিনিয়োগকারী যদি প্রতি মাসে ১০০০ টাকা ইক্যুইটি মিউচুয়াল ফান্ড এসআইপিতে ৩০ বছরের জন্য বিনিয়োগ করেন এবং যদি বিনিয়োগকারী তাঁর এসআইপি স্টেপ-আপ বার্ষিক ১০ শতাংশের স্তরে বজায় রাখেন, তাহলে ১৫ শতাংশ বার্ষিক রিটার্ন সহযোগে তিনি মেয়াদপূর্তিতে প্রায় ১.২৭ কোটি টাকার তহবিল পেতে পারেন।

advertisement

ধরা যাক, একজন বিনিয়োগকারী যদি প্রতি মাসে ১০০০ টাকা দিয়ে এসআইপি শুরু করলেন। তাহলে ১০ শতাংশ স্টেপ-আপ সহ ৩০ বছরের জন্য বিনিয়োগ করলে তাঁর মোট বিনিয়োগ হবে ১৯৭৩৯২৮ টাকা। ১৫ শতাংশ বার্ষিক রিটার্ন সহ তিনি ১০৭২৪৮৮৮ টাকা রিটার্ন পাবেন। এইভাবে, তিনি ম্যাচুরিটিতে ১.২৭ কোটি টাকা পেতে পারেন।

আরও পড়ুন: আর বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! আজ কত টাকায় মিলছে জ্বালানি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আবার যদি একজন বিনিয়োগকারী ১০০০ টাকা দিয়ে একটি মাসিক এসআইপি শুরু করেন এবং পুরো বিনিয়োগের মেয়াদের জন্য ১৫ শতাংশের একটি স্টেপ-আপ বজায় রাখেন, তাহলে মেয়াদপূর্তিতে বার্ষিক ১৫ শতাংশ হারে, তিনি প্রায় বিশাল অঙ্কের টাকা রিটার্ন পাবেন, সেটা ২.২৫ কোটি টাকা।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Funds Investment: মাসে মাত্র ১০০০ টাকা জমিয়ে কোটিপতি! দেখে নিন সম্পূর্ণ হিসেব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল