TRENDING:

EPFO Alert: ই-নমিনেশন ছাড়া মিলবে না এই সুবিধাগুলি, জেনে নিন নিয়ম

Last Updated:

EPF e nominations: কীভাবে নাম যোগ করবেন নমিনির ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সেভিংস অ্যাকাউন্ট হোক বা এফডি বা ব্যাঙ্ক লকার, সবের ক্ষেত্রে নমিনি (Nominee) রাখা অত্যন্ত জরুরি ৷ একই ভাবে ইপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও নমিনি রাখা অত্যন্ত জরুরি ৷ EPF ও EPS (Employee Pension Scheme) এর বিষয়ে নমিনেশন করা দরকার যাতে EPFO মেম্বরারের অসময়ে মৃত্যু হলে তাঁর নমিনি সময়ে যেন টাকাটা পেয়ে যায় ৷
advertisement

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম বদল করতে চলেছে SBI, PNB ও BoB

শুরু ই-নমিনেশন-

ইপিএফও নমিনির তথ্য দেওয়ার জন্য ই-নমিনেশনের সুবিধা শুরু করেছে ৷ এখানে অনলাইনে নমিনির নাম, জন্মতারিখ-সহ অন্যান্য তথ্য আপডেট করা যাবে ৷

আরও পড়ুন: বাড়িতে বসে ৬০ হাজার টাকা আয় করার সুযোগ দিচ্ছে SBI, করতে হবে শুধু এই কাজ.....

advertisement

মিলবে ৭ লক্ষ টাকার সুবিধা -

EPFO মেম্বার্স ইনস্যুরেন্স কভারের সুবিধা এমপ্লয় ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স স্কিমের (EDLI Insurance cover) আওতায় দিয়ে থাকে ৷ স্কিমের নমিনি অধিকতম ৭ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভারের সুবিধা পেয়ে থাকেন ৷ নমিনেশন ছাড়া ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে ক্লেম করার প্রোসেস আরও কঠিন হয়ে যাবে ৷ দেখে নিন অনলাইনে কীভাবে নমিনেশন ডিটেল ফিলআপ করবেন ?

advertisement

আরও পড়ুন: আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন এখানে ....

কীভাবে নাম যোগ করবেন নমিনির ?

১. প্রথমে ইপিএফও ওয়েবসাইটে গিয়ে >> Services >> For Employees >> Member UAN/Online Service এ ক্লিক করতে হবে

২. UAN and Password এর সঙ্গে লগইন করতে হবে

advertisement

৩. Manage Tab এর মধ্যে E-Nomination এ ক্লিক করতে হবে

৪. স্ক্রিনে Provide Details এর ট্যাব খুলে যাবে ৷ সেখানে Save এ ক্লিক করতে হবে

৫. Family Declaration আপডেট করার জন্য Yes এ ক্লিক করতে হবে

৬. Add Family Details করতে হবে

৭. জমা টাকার অংশ কীভাবে একাধিক নমিনির মধ্যে ভাগ হবে তার জন্য Nomination Details এ ক্লিক করতে হবে ৷ এবার Save EPF Nomination এ ক্লিক করতে হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

৮. OPT পাওয়ার জন্য E-sign এ ক্লিক করতে হবে ৷ আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে আপনি ক্লিক করতেই

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO Alert: ই-নমিনেশন ছাড়া মিলবে না এই সুবিধাগুলি, জেনে নিন নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল