TRENDING:

Success Story: ট্রলি ভাড়া করে মুম্বই বিখ্যাত খাবারের ব্যবসা! সন্ধে হলেই লুফে নেন ক্রেতারা, মেদিনীপুরের যুবকের সফলতার গল্প চমকপ্রদ

Last Updated:

West Medinipur Success Story: ভিন রাজ্যে কাজে গিয়ে এই বিশেষ খাবার খেয়ে বেশ পছন্দ হয় শিবুর। এরপর তিনি বাড়িতে ফিরে এসে শুরু করেছেন এই ব্যবসা। সন্ধ্যা হলেই দোকান দেন। এলাকায় প্রথম এবং নতুন এই খাবার খেতে বেশ ভাল ভিড় জমে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: একদিকে ভ্রমণ আর অন্যদিকে খাদ্যরসিক বাঙালি। বরাবরই নিত্যনতুন খাবার বেশ পছন্দের তালিকায় থাকে সকলের। তাও যদি হয় সন্ধের টিফিন, তবে মুখরোচক খাবার পছন্দ করেন সকলে। এবার জঙ্গল মহলের মানুষদের মধ্যে স্বাদের বদল ঘটিয়েছেন এক যুবক। গিয়েছিলেন অন্য জায়গায় কাজ করতে, সেখানেই খেয়েছেন বড়া পাও এবং পাও ভাজি। তবে বাড়িতে এসে ভাড়াতে একটি ট্রলি নিয়ে শুরু করেছেন এই ব্যবসা। সামান্য পুঁজিতে শুরু করা এই ব্যবসা এখন বহরে বাড়ছে। প্রতিদিন সন্ধ্যা হলেই তার দোকানে ভিড় বাড়ছে খাদ্য রসিক মানুষদের। একবার খেলে দ্বিতীয়বার আসছেন তার দোকানে।
advertisement

এবার জঙ্গলমহলে খাবারের তালিকায় সন্ধ্যার খাবারের নতুন আইটেম। মূলত স্বপ্ননগরী মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় পাওয়া যায় এই স্ট্রিট ফুড বড়া পাও এবং পাও ভাজি। বিশেষ এক আলুর মশলা করে পাও অর্থাৎ এক নরম রুটির মধ্যে দিয়ে বিভিন্ন মশলা মাখিয়ে তৈরি করে দেওয়া হয় এই বড়া পাও। শুধু তাই নয়, টক-ঝাল-মিষ্টি স্বাদের খেতে হয় এই বিশেষ খাবার। পাশাপাশি বিশেষ এক তরকারির সঙ্গে বাটার দিয়ে সেঁকে দেওয়া বিশেষ নরম পাউরুটি পরিবেশন করা হয়, যা পরিচিত পাও ভাজি নামে। খুব অল্প দামে জঙ্গলমহলের এই এলাকায় মিলছে বড়া পাও এবং পাও ভাজি। সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে দোকানে।

advertisement

আরও পড়ুন: রেশন ডিস্ট্রিবিউটর হওয়ার বিরাট সুযোগ! শুধু এক জেলাতেই বাড়বে ৩৬, সুযোগ হাত ছাড়া মানে সব গেল

পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা শিবু বারিক সম্প্রতি শুরু করেছেন এই ব্যবসা। লোকের একটি ট্রলি ভাড়ায় নিয়ে শুরু করেছেন পাওভাজি এবং বড়া পাও এর ব্যবসা। আর এতেই সংসার চালাচ্ছেন তিনি। বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্ধে হলেই দোকান দেন তিনি। সন্ধ্যা থেকেই বিক্রি বাড়ে তার। প্রতি প্লেট বড়া পাও কিংবা পাওভাজির দাম রয়েছে মাত্র ৩০ টাকা। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন তার কাছে। হাতে গরম বানিয়ে দিচ্ছেন এই বিশেষ খাবার।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ক্রোশজুড়ি, মান রাজাদের স্মৃতি বহনকারী এক রহস্যময় প্রত্নক্ষেত্র
আরও দেখুন

ভিন রাজ্যে কাজে গিয়ে এই বিশেষ খাবার খেয়ে বেশ পছন্দ হয় শিবুর। এরপর তিনি বাড়িতে ফিরে এসে শুরু করেছেন এই ব্যবসা। সন্ধ্যা হলেই দোকান দেন। এলাকায় প্রথম এবং নতুন এই খাবার খেতে বেশ ভাল ভিড় জমে। তবে যুবকের প্রতিদিনের জীবন কাহিনী অবাক করবে, নতুন খাবারে মন মজেছে সাধারণের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: ট্রলি ভাড়া করে মুম্বই বিখ্যাত খাবারের ব্যবসা! সন্ধে হলেই লুফে নেন ক্রেতারা, মেদিনীপুরের যুবকের সফলতার গল্প চমকপ্রদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল