জিএসটি বাদ দিলে সস্তা হতে পারে পলিসি –
অ্যাক্সিস সিকিউরিটিজ এবং অ্যানালিসিসের মতে জিএসটি বাদ দিলে হেলথ পলিসি এবং টার্ম পলিসি সস্তা হতে পারে। যদি সরকার ট্যাক্স ছাড় বাড়ায় তাহলে সাধারণ মানুষের মনে ইনস্যুরেন্স ক্রয় করার আগ্রহ বাড়তে পারে। এখন ইনস্যুরেন্সের ক্ষেত্রে ১৮% জিএসটি ধার্য হয়। বিশেষজ্ঞদের মতে এর ফলে ইনস্যুরেন্সের প্রিমিয়াম অনেকটাই বেড়ে যায়। এর ফলে অনেকের কাছেই ইনস্যুরেন্স অনেক দামি হয়ে যায়। যা সাধারণ মানুষের ক্রয় করার আগ্রহকে অনেকটাই কমিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন: SIP-তে প্রতি মাসে ৭০০০ টাকা করে বিনিয়োগ করলে ২৫ বছর পরে কত টাকা পাওয়া যেতে পারে? হিসেব চমকে দেবে
হেলথ পলিসিতে ট্যাক্স ছাড় –
হেলথ পলিসিতে আয়কর আইনের সেকশন ৮০ডি অনুযায়ী ছাড় পাওয়া যায়। ৬০ বছরের কম বয়সী মানুষ হেলথ পলিসির প্রিমিয়ামে সর্বাধিক ২৫,০০০ টাকার ছাড়ের জন্য আবেদন করতে পারেন। ৬০ বছর বয়সী মানুষ হেলথ পলিসির প্রিমিয়ামে সর্বাধিক ৫০,০০০ টাকার ছাড়ের জন্য আবেদন করতে পারেন। ৬০ বছরের বেশি বয়সী মানুষ হেলথ পলিসির প্রিমিয়ামে সর্বাধিক ৭৫,০০০ টাকার ছাড়ের জন্য আবেদন করতে পারেন।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ | Union Budget 2025 Live Updates
লাইফ পলিসিতে ট্যাক্স ছাড় –
লাইফ ইনস্যুরেন্স পলিসিতে আয়কর আইনের সেকশন ৮০সি অনুযায়ী ছাড় পাওয়া যায়। এই সেকশনের মাধ্যমে এতে বিনিয়োগের প্রায় ১২ ধরনের অপশন পাওয়া যায়। সরকার এতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি করেছে। কারণ এখন আয়কর আইনের সেকশন ৮০সি অনুযায়ী লাইফ ইনস্যুরেন্স পলিসিতে বেশি অপশন পাওয়া যায় বলে ট্যাক্স ছাড়ের দাবি করা যায় না।
কম্পোজিট লাইসেন্স সিস্টেম –
সরকার কম্পোজিট লাইসেন্স সিস্টেম শুরু করার সঙ্গে সঙ্গে ইনস্যুরেন্স ইন্ড্রাস্ট্রি প্রতক্ষ্য ভাবে বিদেশি বিনিয়েগের সীমা বাড়াতে পারে। এটা বাড়িয়ে প্রায় ১০০% করা যেতে পারে। এর ফলে বিদেশি কোম্পানিদের ভারতে অপারেশন শুরু করার জন্য ভারতীয় কোম্পানিদের সঙ্গে পার্টনারশিপ করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কম্পোজিট লাইসেন্স সিস্টেম শুরু হলে একটি ইনস্যুরেন্স কোম্পানিই লাইফ ইনস্যুরেন্স এবং জেনারেল ইনস্যুরেন্স প্রোডাক্ট অফার করতে পারবে।