এদিকে বিনিয়োগকারীদের দৃষ্টি স্থির রয়েছে শেয়ার বাজারে। আজ পেশ করা বাজেট শেয়ারবাজারে কী প্রভাব ফেলবে, তা অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হবে। এ ছাড়া বিনিয়োগকারীদের নজর থাকবে সোনার দামের দিকেও। ২০২২ সালে যখন সাধারণ বাজেট পেশ করা হয়েছিল, তখন বাজেটের দিনেই শেয়ারবাজারে সূচক অনেক উপরে ছিল।
advertisement
বাজেটের আগের দিন শেয়ার বাজার থেকে ভাল খবর এসেছে। কেন্দ্রীয় বাজেটের আগে মঙ্গলবার বাজার উত্থান-পতন দেখেছে। লেনদেনের শেষে সেনসেক্স-নিফটি সবুজ চিহ্নে বন্ধ হয়েছে। ট্রেডিং শেষে সেনসেক্স ৪৯.০৯ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৫৯,৫৪৯.৯০ এ বন্ধ হয়েছে। নিফটি ৩৩.৩৫ পয়েন্ট অর্থাৎ ০.১৯ শতাংশ বৃদ্ধির সঙ্গে ১৭,৬৮২.৩০-এ বন্ধ হয়েছে।
আরও পড়ুন, ভোটের আগে শেষ বাজেট, বাংলার রেল প্রকল্পের জন্য বরাদ্দ কত হবে? নজর রাজ্যবাসীর
আরও পড়ুন, নির্মলার ভাষণ শুরুর আগে ১০ পয়েন্টে জেনে নিন বাজেটের আকর্ষণীয় তথ্য এবং ইতিহাস!
বাজেটের ঠিক একদিন আগে ৩১ জানুয়ারি সোনা ও রূপার দাম কমেছে। মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম ১০৫ টাকা কমে ৫৬,৭৮০ টাকা হয়েছে। প্রতি কেজি রূপোর দামও ৩৭৯ টাকা কমে ৬৮,৪১৮ টাকায় বন্ধ হয়েছে। অন্যদিকে শুধু ভারত নয়, এশিয়ার বিভিন্ন শেয়ার বাজার থেকে ভাল খবর এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট ৩৭০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে।
