আরও জানা গিয়েছে, কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে অর্থমন্ত্রক সার ভর্তুকি হিসেবে ১.৪ লক্ষ কোটি টাকা আসন্ন বাজেটে (Union Budget 2022) যুক্ত করেছে। গত বছর ৩১ মার্চ তারিখের বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিল ১.৩ লক্ষ কোটি টাকা। যদিও, ঠিক কত টাকা বরাদ্দ করা হবে, তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং আলোচনা পর্ব এখনও চলছে।
advertisement
আরও পড়ুন : দেশে আজও উর্দ্ধমুখী করোনা-গ্রাফ! দৈনিক আক্রান্ত ছাড়াল ৩ লক্ষ ১৭ হাজার
সামনে ৫টি রাজ্যের বিধানসভা ভোট এবং সবকটিতে ক্ষমতায় আসতে বা ক্ষমতা ধরে রাখতে চায় ভারতীয় জনতা পার্টি। তবে কৃষি বিলের পর বিজেপিকে নিয়ে কৃষকদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রায় এক বছর কৃষক বিক্ষোভের পর কৃষি আইন বাতিল করে ঠিকই, কিন্তু এতে ভোটারদের মন কতটা গলেছে তা নিয়ে আশঙ্কায় রয়েছে গেরুয়া শিবির। নির্বাচনের কথা মাথায় রেখেই কৃষকদের জন্য বরাদ্দের (Union Budget 2022) পরিমাণ বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : বাজেট পেশের আগে অর্থমন্ত্রীকে চিঠি অটোমোবাইল সংস্থার
১৪০ কোটির জনসংখ্যার দেশে প্রায় ৬০% জনগণই কৃষক বা কৃষিকাজের সাথে যুক্ত। বিশেষ করে পঞ্জাব বা উত্তর প্রদেশকে কৃষি প্রধান রাজ্যে মনে করা হয়। এই দুটি বড় রাজ্যে জয়ের ক্ষেত্রে কৃষকদের ভোট বড় ভূমিকা পালন করবে। ২০২১ সালের ফেব্রুয়ারি বাজেটে সারা ভর্তুকি হিসেবে প্রায় ৮০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর পর কৃষি আইন বিরোধী বিক্ষোভ চলাকালীন সরকার চলতি বছরে সার ভর্তুকি আরও বাড়িয়ে দেয়।
৩১ জানুয়ারি সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট ৩১ জানুয়ারি থেকে শুরু ৮ এপ্রিল পর্যন্ত চলবে। বাজেট অধিবেশনের প্রথম ভাগ ৩১ জানুয়ারি থেকে শুরু করে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফের ১৪ মার্চ তারিখে ফের অধিবেশন শুরু হবে এবং এপ্রিল ৮ তারিখ বাজেট পেশ সম্পূর্ণ হবে।