Budget 2022: বাজেট পেশের আগে অর্থমন্ত্রীকে চিঠি অটোমোবাইল সংস্থার

Last Updated:

Budget 2022: বাজেট পেশ করার আগে দু'টি বিষয়ে সরকারকে আলোকপাত করার আর্জি জানিয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) পেশের আগে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন (এফএডিএ) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে ভারতীয় অটোমোবাইল ডিলারশিপ এবং অটোমোবাইল ভারতীয় অটোমোবাইল শিল্প এবং সামগ্রিক ভাবে অটোমোবাইল ডিলারশিপ সেক্টরের উন্নতির জন্য কয়েকটি বিষয় তুলে ধরছেন। সংস্থাটি বাজেট পেশ করার আগে দু'টি বিষয়ে সরকারকে আলোকপাত করার আর্জি জানিয়েছে, যা অটোমোবাইল ইন্ডাস্ট্রির অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ক। প্রথম দাবি: মূল্যহ্রাস
দাবি নং ক.১: আয়কর প্রদানকারীদের জন্য যানবাহনের উপর মূল্যহ্রাস দাবি করার সুবিধার প্রবর্তন
advertisement
এফডিএ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে আর্জি জানিয়ে কর প্রদানকারীদের যানবাহনের উপর মূল্যহ্রাস দাবি করার সুবিধা প্রদান করার কথা বলেছে। এর ফলে ইনকাম ট্যাক্স প্রদানকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অটোমোবাইলের চাহিদা বৃদ্ধি পাবে। কর্পোরেট এবং ব্যক্তিগত ছাড়ের সুবিধা প্রদান করতে হবে এবং চাকরিজীবী শ্রেণীকেও এই নিয়মের অধীনে আনতে হবে।
advertisement
এফডিএ তাদের দাবিতে মূল্যহ্রাস স্কিম ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে। ২০২০ সালের ৩১ মার্চ এই প্রকল্পটি কার্যকর ছিল এবং পড়ে তা বাতিল করে দেওয়া হয়। ওই স্কিমকেই ফিরিয়ে এনে তার মেয়াদ ২০২২-২৩ আর্থিক বর্ষের শেষ পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে।
advertisement
দাবি নং ক.৩: টু-হুইলার যানবাহনের মূল্য বৃদ্ধি করতে জিএসটি রেগুলেশন
অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে এফএডিএ অর্থমন্ত্রকের কাছে আর্জি জানিয়ে টু-হুইলার যানবাহনের জিএসটি দর ১৮ শতাংশ রাখার দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, টু-হুইলার গাড়ি বিলাসিতা বিভাগে থাকলেও নিম্ন শ্রেণী এবং মধ্যবিত্তরা দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করে। এই ক্ষেত্রে ২৮% জিএসটি + ২% সেস চার্জ ন্যায়সঙ্গত নয়।
advertisement
আরও পড়ুন- অরুণাচল থেকে অপহৃত ১৭ বছরের তরুণ! ভারতে ঢুকে অপহরণ করেছে চিন, অভিযোগ
দাবি নং ক.৪: ব্যবহৃত গাড়ির জিএসটি-র উপর হ্রাস
বর্তমানে ব্যবহৃত গাড়ির ক্রয়-বিক্রয়ের উপর ১২% এবং ১৮% জিএসটি ধার্য করা হয়। এফএডিএ কেন্দ্রীয় মন্ত্রককে এই হার কমিয়ে ৫% করার দাবি জানিয়েছে।
খ। দ্বিতীয় দাবি: ডিলার ইস্যু
advertisement
এফএডিএ তাদের দ্বিতীয় দাবিতে এলএলপি, মালিকানা এবং অংশীদারি সংস্থাগুলির জন্য কর্পোরেট ট্যাক্স হ্রাসের আর্জি জানিয়েছে। সরকার ৪০০ কোটি টাকা পর্যন্ত টার্নওভার রয়েছে, এমন প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলির কর্পোরেট কর কমিয়ে ২৫ শতাংশে নিয়ে এসেছে। এফএডিএ-এর দাবি এলএলপি, মালিকানা এবং অংশীদারি সংস্থাগুলিকেও কর্পোরেট ট্যাক্স ছাড়ের একই সুবিধাগুলি দেওয়া হোক।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022: বাজেট পেশের আগে অর্থমন্ত্রীকে চিঠি অটোমোবাইল সংস্থার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement